Advertisement
০৬ মে ২০২৪
National News

শ্লীলতাহানির চেষ্টা, সম্ভ্রম বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর

পেশায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার ওই তরুণী। কাজ করেন চেন্নাইয়ের একটি সংস্থায়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে বাড়ি ফেরার জন্য দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে হজরত নিজামউদ্দিন এক্সপ্রেসে চাপেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০২
Share: Save:

ট্রেনের মধ্যে অনেক ক্ষণ ধরেই তরুণীকে উত্যক্ত করছিল কয়েক জন যুবক। সহযাত্রীরা দেখেও না দেখার ভান করে বসেছিলেন। কেউ যখন এই ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে এল না, সাহসটা আরও বেড়ে গেল যুবকদের। এ বার তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করে তারা। নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়।

আরও পড়ুন: যৌনপল্লি থেকে ফোন এল ‘বাঁচাও’

পেশায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার ওই তরুণী। কাজ করেন চেন্নাইয়ের একটি সংস্থায়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে বাড়ি ফেরার জন্য দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে হজরত নিজামউদ্দিন এক্সপ্রেসে চাপেন। ট্রেনে ওঠার পর থেকেই তিন যুবক তাঁদের লক্ষ করে নানা রকম কটূক্তি করতে শুরু করে। অভিযোগ, তার পরই তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে ওই যুবকেরা। পুরো ঘটনাটাই ঘটছিল কামরা ভর্তি যাত্রীদের সামনেই। অথচ কেউই এগিয়ে আসেননি প্রতিবাদ করতে! যখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয়, নিজের সম্ভ্রম বাঁচাতে সিঙ্গারায়াকোন্ডা স্টেশনে ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে অন্য যাত্রীরা আপত্কালীন চেন টেন ট্রেন থামান। খবর দেওয়া হয় রেলপুলিশে। পুলিশ এসে ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: ‘কী ভুল করেছি আমি?’ সারা রাত সেলের ভিতরে কাঁদছেন রাম রহিম

খবর পৌঁছে যায় বিজয়ওয়াড়ার রেলপুলিশের কাছে। হোয়াট্সঅ্যাপে অভিযুক্তদের ছবিও পাঠানো হয় সেই সঙ্গে। ট্রেনটি বিজয়ওয়াড়াতে পৌঁছলে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই তরুণীও যুবকদের চিহ্নিত করেন।

জিআরপি-র সাব ইনস্পেক্টর টি রামানাইয়া সংবাদ মাধ্যমকে জানান, স্টেশন থেকে কিছু দূরেই তরুণী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। ভয় পেয়ে গিয়েই সম্ভবত তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তরুণীর বয়ান নেওয়া হয়েছে। তাঁর মাথায় আঘাত রয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। নিউজ এইট্টিন-কে গুন্টাকল রেল পুলিশ সুপার সুব্বা রাও জানিয়েছেন, প্রযুক্তির কারণেই অভিযুক্তদের চিহ্নিত করে ধরতে সুবিধা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৫০৯, ৫০৬ এবং ২০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE