শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে নিয়ে নারী আন্দোলনের ৮০ জন কর্মী মঙ্গলবার ঢুকে পড়লেন মুম্বইয়ের হাজি আলি দরগায়। টানা পাঁচ বছর পর। আচমকাই মহিলাদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছিল হাজি আলি দরগায়। তার পর বহু আইনি যুদ্ধ, বিক্ষোভ, সমাবেশের পরেও বরফ গলেনি। শেষমেশ সুপ্রিম কোর্ট হাজি আলি দরগায় পুরুষ ও মহিলাদের প্রবেশের সমানাধিকারের পক্ষেই রায় দেয়। তার পর এ দিনই প্রথম ওই দরগায় পা পড়ল মহিলাদের।
ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা নূরজাহান এস নিয়াজ মঙ্গলবার বলেছেন, ‘‘এখন থেকে এটা রুটিন হয়ে গেল। আর কোনও বাধা রইল না ওই দরগায় মহিলাদের প্রবেশের ক্ষেত্রে। আমরা দরগায় ঢোকার জন্য আজ আমরা পুলিশের কোনও অনুমতি নিইনি। অনুমতি নিইনি দরগা কর্তৃপক্ষেরও।’’
মহিলাদের ‘রাইট টু প্রে’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ তৃপ্তি দেশাই বলেছেন, ‘‘আমাদের এর পরের লক্ষ্য কেরলের সবরিমালা মন্দিরে ঢোকার।’’
কেরলের সবরিমালা মন্দিরেও মহিলাদের প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়েছে বেশ কিছু দিন আগে।
আরও পডুন- দলের সাংসদ-বিধায়কদের ব্যাঙ্ক লেনদেনের তথ্য প্রকাশ করার নির্দেশ দিলেন মোদী