Women's Day Special: Robert Vadra shared images of four adorable women of his life dgtl
নারী দিবসে নিজের জীবনের চার বিশেষ মানুষের ছবি শেয়ার করলেন রবার্ট বঢরা
৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ দিনটি রবার্ট বঢরার জীবনের একটি বিশেষ দিন, এমনটাই মনে করেন তিনি। আর তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নারীর ছবি শেয়ার করলেন তিনি
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ১৪:৪০
রবার্ট বঢরা।—ফাইল ছবি।
৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ দিনটি রবার্ট বঢরার জীবনের একটি বিশেষ দিন, এমনটাই মনে করেন তিনি। আর তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নারীর ছবি শেয়ার করলেন তিনি।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী ব্যবসায়ী বঢরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জীবনের সবচেয়ে পছন্দের চার নারীর ছবি শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ার এই পোস্টে মা মউরিন বঢরা ও শাশুড়ি সনিয়া গাঁধীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন রবার্ট। এ ছাড়াও স্ত্রী প্রিয়ঙ্কা ও মেয়ের একটি ছবিও পোস্ট করেছেন রবার্ট। মিরায়ার সঙ্গে প্রিয়ঙ্কার ছবিটি দেখে নেটিজেনরা বেশ খুশিই হয়েছেন। ছবিটি অসংখ্যবার শেয়ারও হয়েছে। রবার্টের পোস্টটিও ভাইরাল হয় এ দিন।
রবার্ট আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, প্রতিটি দিনই নারীদের দিন। আমাদের দেশ ভারত, স্বপ্নের মতোই সুন্দর হোক, এমনটাও লেখেন বঢরা। বলেন, এই দিনটি তিনি উদযাপন করবেন। জমি দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরার। জমি বিক্রির টাকায় লন্ডনে ফ্ল্যাট কেনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে তদন্ত চলছে।
দুর্নীতি মামলায় গতমাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। সেখানে জেরা চলাকালীন তিনি জানিয়েছিলেন, কখনও নির্বাচনে দাঁড়ালে, নিজের জন্মস্থান মোরাদাবাদ থেকেই দাঁড়াবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে