Advertisement
E-Paper

বিশ্বের সব থেকে বড় দুর্গা গড়ে লিমকা বুক অব রেকর্ডস-এ নাম লেখালেন নুরউদ্দিন

বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরির স্বীকৃতি হিসেবে ‘লিমকা বুক অব রেকর্ডস’–এ নাম তুলে ফেললেন অসমের প্রখ্যাত শিল্পী নুরউদ্দিন আহমেদ। গুয়াহাটির খালিপাড়া এলাকার বাসিন্দা নুরউদ্দিন আহমেদ পেশায় একজন কারুশিল্পী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৭:৩৩
এই সেই শিল্পী নুরউদ্দিন আহমেদ।

এই সেই শিল্পী নুরউদ্দিন আহমেদ।

বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরির স্বীকৃতি হিসেবে ‘লিমকা বুক অব রেকর্ডস’–এ নাম তুলে ফেললেন অসমের প্রখ্যাত শিল্পী নুরউদ্দিন আহমেদ। গুয়াহাটির খালিপাড়া এলাকার বাসিন্দা নুরউদ্দিন আহমেদ পেশায় একজন কারুশিল্পী। এর আগে কলকাতার দেশপ্রিয় পার্কে তৈরি হয়েছিল এক বিশালাকার দুর্গা মূর্তি। সেই রেকর্ড ভেঙেই নুরউদ্দিন নাম লেখালেন লিমকা বুক অব রেকর্ডসে।

২০১৭ সালে অসমের রাজধানী গুয়াহাটির বিষ্ণুপুরে এই প্রতিমা তৈরি করেছিলেন তিনি। বাঁশ দিয়ে তৈরি হয়েছিল এই ১০০ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। সেই প্রেক্ষিতেই সম্প্রতি লিমকা বুক কর্তৃপক্ষ নুরউদ্দিন আহমেদকে একটি চিঠি দিয়ে সেই স্বীকৃতির কথা জানান। লিমকা বুকের ‘স্ট্যাচু অ্যান্ড আইডলস’-এ স্থান পেয়েছে তাঁর তৈরি এই দুর্গামূর্তি। এই প্রতিমা গড়তে নুরউদ্দিনকে সাহায্য করেছেন আরও ৪০ জন সহশিল্পী।

এর আগে ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্ক সর্বজনীন পূজা কমিটি ৮০ ফুটেরও বেশি উচ্চতার একটি দুর্গা প্রতিমা গড়ে সাড়া ফেলে দিয়েছিল। লোহার কাঠামোর ওপর ফাইবার দিয়ে তৈরি হয়েছিল সেই প্রতিমা।

আরও পড়ুন: ইভিএম কারচুপির কৌশল ‘ফাঁস’ হতেই গোপীনাথ মুন্ডের মৃত্যুর তদন্ত দাবি করলেন ভাইপো

নুরউদ্দিন জানিয়েছেন যে, ১০৮ ফুট উচ্চতার প্রতিমা তৈরিতে উদ্যোগী হয়েছিলেন তাঁরা। তবে সবকিছু তৈরি হয়ে যাওয়ার পরে এক প্রবল ঝড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত হয় সেটি। তার পর ফের হাত দেওয়া হয় নতুন করে দুর্গা মূর্তি তৈরির কাজে। যদিও এ ক্ষেত্রে প্রতিমার উচ্চতা কমে যায় খানিকটা। এই প্রতিমা তৈরি করতে সময়ে লেগেছিল ৪০ দিন। ব্যবহার হয়েছিল প্রায় পাঁচ হাজার বাঁশ। খরচ হয়েছিল ১০ লাখেরও বেশি টাকা।

আরও পড়ুন: পালিয়ে বিয়ে করতে চান? সাহায্য করবে পুলিশ

কিন্তু স্বাভাবিক নিয়ম মেনেই প্রশ্ন উঠে গিয়েছে নুরউদ্দিনের ধর্ম নিয়েও। যদিও এই বিষয়ে নুরউদ্দিন বলেছেন যে তাঁর কাজের প্রশংসা করার সঙ্গে সঙ্গে অনেকে তাঁর ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু শিল্পীর কাছে তাঁর শিল্পের থেকে বড় ধর্ম কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।

Limca Book of Records Nuruddin Ahmed Assam Goddess Durga Deshapriya Park Guwahati
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy