Advertisement
১৯ এপ্রিল ২০২৪
CupCake

পৃথিবীর উচ্চতম কেক টাওয়ার বানাতে প্রায় ১৯ হাজার কাপকেক!

কাপকেক দিয়ে বিশ্বের উচ্চতম টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল চেন্নাইয়ের এক সংস্থা।

বিশ্বের উচ্চতম কাপকেক টাওয়ার। ছবি আরএআইয়ের সৌজন্যে।

বিশ্বের উচ্চতম কাপকেক টাওয়ার। ছবি আরএআইয়ের সৌজন্যে।

সংবাদ সংস্থা 
চেন্নাই শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪৯
Share: Save:

কাপকেক দিয়ে বিশ্বের উচ্চতম টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল চেন্নাইয়ের এক সংস্থা। ১৮ হাজার ৮১৮টি কাপকেক দিয়ে এই টাওয়ারটি তৈরি করেছে চেন্নাইয়ের সংস্থা ‘প্রীতি কিচেন অ্যাপ্লায়েন্স অ্যান্ড ফুড কনস্যুলেট চেন্নাই’। এই কেক টাওয়ারের উচ্চতা ৪১ ফুট ৮ ইঞ্চি।

চেন্নাইয়ের ফোরাম বিজয়া মলে এই কেক টাওয়ারটি তৈরি করা হয়েছে। চেন্নাইয়ের ওই সংস্থার কর্মীদের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় তৈরি হয়েছে এই টাওয়ারটি। টাওয়ার তৈরির প্রয়োজনীয় কেক তৈরি করা হয়েছে শপিংমলেই।

যে ছোট ছোট কাপকেক দিয়ে ওই টাওয়ারটি বানানো হয়েছে সেগুলির প্রত্যেকটির ওজন ৭০ গ্রাম। কেক দিয়ে তৈরি ওই টাওয়ারের ওজন ১.৩ টন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এই কেক টাওয়ারের উচ্চতা মেপে সার্টিফিকেট দেওয়ার পর টাওয়ার তৈরির কেকগুলি ভাগ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুন: বৌদ্ধ সন্ন্যাসী থেকে রূপান্তরকামী মডেল হলেন তেনজিন

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE