Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Yashwant Sinha

কোভিড প্রসঙ্গ তুলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় যশবন্ত

তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব চক্রান্ত করছে, এমন অভিযোগ তুলতে চেয়েছেন হাজারিবাগের প্রাক্তন বিজেপি সাংসদ।

যশবন্ত সিনহা।

যশবন্ত সিনহা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২১ ২৩:৫১
Share: Save:

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়কে মেনে নিতে পারছে না বিজেপি। তাই কোভিড পরিস্থিতিতেও মমতার বিরুদ্ধে ধর্না-আন্দোলনের মতো রাজনৈতিক ক্রিয়াকলাপ শুরু করেছে পদ্ম শিবির। মঙ্গলবার এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

টুইটারে বিজেপি নেতৃত্বের উদ্দেশে যশবন্তের প্রশ্ন, ‘প্রিয় বন্ধুরা, কোভিডের বিষয়টি তা হলে কি? আপনাদের রাজনীতির কাছে সেটি কি কোনও বিষয়ই নয়। লজ্জা, লজ্জা’। বুধবার দেশ জুড়ে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। সেই ঘটনা প্রসঙ্গেই যশবন্তের এই মন্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব চক্রান্ত করছে, এমন অভিযোগ তুলতে চেয়েছেন হাজারিবাগের প্রাক্তন বিজেপি সাংসদ। প্রসঙ্গত অটলবিহারী বাজপেয়ীর জমানায় বিদেশ এবং অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলানো যশবন্ত গত মার্চ মাসে তৃণমূলে যোগ দেওয়ার পরেই দলের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Yashwant Sinha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE