পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়কে মেনে নিতে পারছে না বিজেপি। তাই কোভিড পরিস্থিতিতেও মমতার বিরুদ্ধে ধর্না-আন্দোলনের মতো রাজনৈতিক ক্রিয়াকলাপ শুরু করেছে পদ্ম শিবির। মঙ্গলবার এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
টুইটারে বিজেপি নেতৃত্বের উদ্দেশে যশবন্তের প্রশ্ন, ‘প্রিয় বন্ধুরা, কোভিডের বিষয়টি তা হলে কি? আপনাদের রাজনীতির কাছে সেটি কি কোনও বিষয়ই নয়। লজ্জা, লজ্জা’। বুধবার দেশ জুড়ে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। সেই ঘটনা প্রসঙ্গেই যশবন্তের এই মন্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব চক্রান্ত করছে, এমন অভিযোগ তুলতে চেয়েছেন হাজারিবাগের প্রাক্তন বিজেপি সাংসদ। প্রসঙ্গত অটলবিহারী বাজপেয়ীর জমানায় বিদেশ এবং অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলানো যশবন্ত গত মার্চ মাসে তৃণমূলে যোগ দেওয়ার পরেই দলের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।
Mamata has not even been sworn in yet the BJP has already started its political machinations by holding nation-wide dharna against her. What about Covid, my dear chaps? Or even that does not matter before your politics. Shame, shame.
— Yashwant Sinha (@YashwantSinha) May 4, 2021