Advertisement
E-Paper

বছর শেষের রিপোর্ট কার্ড

কেমন গেল ২০১৬? সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের কাজ নিয়ে আনন্দবাজারের মূল্যায়ন। কেমন গেল ২০১৬? সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের কাজ নিয়ে আনন্দবাজারের মূল্যায়ন।

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৭

ব্যর্থতা

• পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি

• চিন নীতিতে ধারাবাহিকতার অভাব

• এনএসজি-তে অন্তর্ভুক্তির প্রশ্নে এগোতে না পারা

• পাকিস্তানকে একঘরে করার প্রয়াসে ব্যর্থতা। উল্টে ব্রাজিল, রাশিয়া, চিনের অসন্তোষ কুড়োনো।

• রাশিয়ার সঙ্গে সম্পর্কে তিক্ততা

সাফল্য

• পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভাল সম্পর্ক

• জাপান-আমেরিকার সঙ্গে অক্ষ গঠন

• ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের সঙ্গে সফল দৌত্য

গোটা বিশ্বে যে চরমপন্থা ছড়িয়ে পড়েছে তার মোকাবিলায় উল্লেখযোগ্য নীতি এখনও নেই। জাতীয় স্তরে যে বিভাজন এবং আঞ্চলিক ও সাম্প্রদায়িক সংঘাত তৈরি হয়েছে তার সঙ্গে বিদেশনীতিকে জুড়তে হবে। সেটা হয়নি।

রণেন সেন, প্রাক্তন কূটনীতিক

নিরাপত্তা

ব্যর্থতা

• পঠানকোট, উরির মতো সেনা ছাউনিতে জঙ্গি হামলা

• হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুতে তিন মাস কার্ফু কাশ্মীরে

• স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা খর্ব করে মন্ত্রকের কাজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাক গলানো

• সুপ্রিম কোর্টের নির্দেশে অরুণাচল, উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন বাতিল

সাফল্য

• সার্কের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তান গেলেন রাজনাথ

• মাওবাদী হামলা কম

• নিয়ম না মানায় এনজিওদের বিরুদ্ধে ব্যবস্থা

• কমেছে আইএস-এ যোগদান।

পাকিস্তানের সন্ত্রাস নীতিতে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

তাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত ও আধুনিক করতে হবে।

আর কাশ্মীরের মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতাবোধ রয়েছে, রাজনৈতিক ভাবে তার মোকাবিলা করতে হবে।

এর জন্য প্রয়োজন ‘ইনক্লুসিভ অ্যাপ্রোচ।’

রাণা বন্দ্যোপাধ্যায়, ক্যাবিনেট সচিবালয়ের প্রাক্তন বিশেষসচিব

অর্থনীতি

ব্যর্থতা

• লগ্নিতে উৎসাহী নন শিল্পপতিরা

• ব্যাঙ্কে অনুৎপাদক সম্পদের বোঝা। ফলে নতুন ঋণ দিতে উৎসাহ কম

• বিশ্বব্যাঙ্কের ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এর তালিকায় এখনও ১৩০ নম্বরে

• চাহিদায় ভাটা। নতুন কাজ নেই

• ডালের দাম হঠাৎ আকাশছোঁয়া

সাফল্য

• জিএসটির লক্ষ্যে বিল পাশ

• বহু ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা খোলা

• রাজকোষ ঘাটতি, বিদেশি মুদ্রার ঘাটতি নিয়ন্ত্রণে

• চিনকে ছাপিয়ে ২০১৫-’১৬য় সর্বোচ্চ বৃদ্ধির হার ৭.৬ শতাংশ

বিতর্ক যেখানে

• পুরনো ৫০০-১০০০ টাকার নোট বাতিল

• রুজিরোজগার, ব্যবসা, শিল্পে ধাক্কা লাগার আশঙ্কা।

• কমতে পারে বৃদ্ধির হার, পিছিয়ে যেতে পারে জিএসটি চালু

• কালো টাকা, জাল নোটের বিরুদ্ধে সাফল্যের দাবি

জিএসটি চালুর পথে অগ্রগতি প্রশংসনীয়। তেলের কম দামের সুবিধা মিলেছে ঠিকই, কিন্তু তার পরেও রাজকোষ ও বিদেশি মুদ্রার লেনদেনে ঘাটতি কমানোর ক্ষেত্রে সাফল্যের কথা আলাদা করে উল্লেখ করতেই হবে। তবে নোট বাতিলের ধাক্কা দ্রুত সামলানো না গেলে বৃদ্ধির হার ৫ শতাংশের নীচে চলে যেতে পারে।

পিনাকী চক্রবর্তী, অধ্যাপক

Report Card Year ending
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy