Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Yogi Adiyanath

Yogi Adityanath: দ্বিতীয় বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগীর, এ বারও উপমুখ্যমন্ত্রী দু’জন

টানা দ্বিতীয় বার উত্তরপ্রদেশের তখতে যোগী আদিত্যনাথ। প্রায় ৮৫ হাজার মানুষের উপস্থিতিতে সবাইকে নিয়ে একসঙ্গে চলার প্রতিশ্রুতি যোগীর।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথগ্রহণ যোগীর।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথগ্রহণ যোগীর। ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৬:৩৬
Share: Save:

দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার লখনউয়ে অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-র তারকা নেতৃত্বের উপস্থিতিতে শপথ পাঠ করেন তিনি। যোগীকে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল। প্রায় ৮৫ হাজার মানুষের উপস্থিতিতে এই সভায় বলিউডের উপস্থিতি চোখে পড়ার মতো। স্টেডিয়াম জুড়ে ‘নতুন ভারতের নতুন উত্তর প্রদেশ’লেখা পোস্টারে ছয়লাপ। অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাউত, ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’- এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী থেকে অনুপম খের, এঁদের উপস্থিতিতে দ্বিতীয় বার উত্তরপ্রদেশের তখতে বসার শপথ নিলেন যোগী।

এ বারও যোগীর ক্যাবিনেটে থাকছেন দু’জন উপমুখ্যমন্ত্রী। ভোটে হারলেও কেশবপ্রসাদ মৌর্য হলেন উপমুখ্যমন্ত্রী। আবার বিধানসভা ভোটে না লড়েও বিধান পরিষদের দৌলতে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দীনেশ শর্মা। গত বার ওই পদে থাকা ব্রজেশ পাঠককে এ বার উপমুখ্যমন্ত্রিত্ব দেওয়া হয়নি। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ৪০৩ বিধানসভা আসনের মধ্যে ২৫৫টি আসন নিয়ে দ্বিতীয় বার শুরু হল ‘যোগী রাজ’। এ বার উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি ৪১.২৯ শতাংশ ভোট পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adiyanath cm Uttar Praesh BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE