Advertisement
E-Paper

যদুবংশে ঐক্যের সুর দেখানোর চেষ্টা, তাল কাটল তবুও

তালভঙ্গ হয়নি বোঝাতে গিয়েও কোথায় যেন তালটা কাটল! ধরা পড়ে গেল চিড়টা কোথায় ধরেছে! ক্যামেরায় ধরা পড়ল, সেই কাকার পা ছুঁচ্ছেন মুখ্যমন্ত্রী ভাইপো, প্রকাশ্যে, যে কাকাকে তাঁর মন্ত্রিসভা থেকে তিনি গত মাসেই এক বার নয়, তাড়িয়েছিলেন দু’-দু’বার! আর সকলে শুনলেন কাকা কোনও রাখঢাক না রেখেই ভাইপোর সামনে উগরে দিলেন তাঁর ক্ষোভ। তখন কিন্তু মুখ্যমন্ত্রী ভাইপো তাঁর লুকনো ‘তরবারি’ বের করতে একটুও দেরি করলেন না!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ১৭:৫৩
কাকা শিবপাল যাদবের পা ছুঁচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

কাকা শিবপাল যাদবের পা ছুঁচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

তালভঙ্গ হয়নি বোঝাতে গিয়েও কোথায় যেন তালটা কাটল! ধরা পড়ে গেল চিড়টা কোথায় ধরেছে! ক্যামেরায় ধরা পড়ল, সেই কাকার পা ছুঁচ্ছেন মুখ্যমন্ত্রী ভাইপো, প্রকাশ্যে, যে কাকাকে তাঁর মন্ত্রিসভা থেকে তিনি গত মাসেই এক বার নয়, তাড়িয়েছিলেন দু’-দু’বার! আর সকলে শুনলেন কাকা কোনও রাখঢাক না রেখেই ভাইপোর সামনে উগরে দিলেন তাঁর ক্ষোভ। তখন কিন্তু মুখ্যমন্ত্রী ভাইপো তাঁর লুকনো ‘তরবারি’ বের করতে একটুও দেরি করলেন না!

গোটা ঘটনাটাই ঘটল লখনউয়ে সমাজবাদী পার্টির ২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে। রবিবার। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের খুব দেরি নেই। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। ‘বরাবরের বোঝা’ মায়াবতীর দল বিএসপি তো রয়েছেই। আবার অ-কংগ্রেসি, অ-বিজেপি ‘মহাজোট’-এর অন্যতম কারিগর মুলায়ম সিংহ যাদবের দল সমাজবাদী পার্টির অন্দরেই ফাটল ধরেছে কাকা শিবপাল যাদব আর ভাইপো মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে। এই পরিস্থিতিতে দলের প্রাণপুরুষ ‘নেতাজি’ মুলায়ম এ দিনের অনুষ্ঠানটিকে ব্যবহার করে এই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন যে, কোথাও কোনও ফাটল নেই। ‘সব ঠিক হ্যায়’!

কিন্তু হল না, একেবারে অনুষ্ঠান মঞ্চেই কাকা আর ভাইপোর মান-অভিমানের ‘ঠেলাঠেলি’তে! মঞ্চে কাকার পা ছুঁয়ে প্রণাম করার সময় ভাইপো মুখ্যমন্ত্রী অখিলেশকে কাকা শিবপাল বলেন, ‘‘আমার রক্ত চাইলে আমি তোমাকে রক্ত দেব। আমাকে তোমার মুখ্যমন্ত্রী করতে হবে না। আমি তা হতেও চাই না। চাইলে আমাকে অপমানও করতে পারো। কিন্তু আমি জানি, মন্ত্রী থাকার সময় আমি ভালই কাজকর্ম করেছি। এই সপা সরকার অনেক ভাল কাজ করেছে। আমিও গত চার বছরে মন্ত্রী থাকার সময়ে বেশ কিছু ভাল কাজ করেছি। কিন্তু সব কৃতিত্বই তো আমার দাদার (মুলায়ম)। ’৯২ সালে দল প্রতিষ্ঠার পর থেকে ওই তো দলটাকে টেনে নিয়ে গিয়েছে। পুরোটাই তো নেতাজির (মুলায়ম) কৃতিত্ব। তাঁর জন্যই তো তিন-তিন বার উত্তরপ্রদেশে দল ক্ষমতায় এসেছে।’’ এর পরেই ‘তরবারি’ বের করতে কসুর করেননি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কাকাকে বলেছেন, ‘‘তুমিই আমাকে তরবারি দিয়েছো। আমাকে সেটা ব্যবহার (কাকা শিবপালের বিরুদ্ধে) করতে বাধ্য কোর না!’’

ও দিকে, বিজেপি-ও আজ থেকে উত্তরপ্রদেশে কার্যত, নির্বাচনী প্রচার শুরু করে দিল। ‘পরিবর্তন যাত্রা’র মাধ্যমে। সাহারানপুরে আজ বিজেপি-র জনসমাবেশে ভাষণ দেন দলের সভাপতি অমিত শাহ ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। এই ‘পরিবর্তন যাত্রা’য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬টি জনসমাবেশে ভাষণ দেওয়ার কথা।

আরও পড়ুন- চ্যানেল বন্ধ: তুমুল নিন্দায় মুখ খুলে কেন্দ্র বলল, দেশের স্বার্থেই সিদ্ধান্ত

You Gave Me Sword, Don't Want Me To Use It Akhilesh Yadav sp 25 years
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy