হায়দরাবাদের গণধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এর মাঝেই প্রকাশ্যে এল আরও একটি নৃশংস ঘটনা। শুধু তিন-তিনটি খুন নয়, এর পর মৃতদেহের সঙ্গে যৌনসঙ্গমের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি বিকৃতমনস্ক বলে দাবি পুলিশের। উত্তরপ্রদেশের আজমগড়ের এই ঘটনায় শিউরে উঠছে পুলিশমহলও।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সপ্তাহখানেক আগে। আজমগড়ের মোবারকপুর এলাকার ওই বাড়ি থেকে বাবা, মা এবং তাঁদের শিশুপুত্র-সহ মোট তিন জনের ক্ষতবিক্ষত ও থেঁতলানো দেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে, ওই একই পরিবারের অন্য দুই শিশুকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর পরই তাদের দেওয়া বয়ানেই সামনে আসে হাড় হিম করা ঘটনা।
অভিযোগ, বাড়িতে ঢুকে ঘুমন্ত দম্পতি এবং তাঁদের শিশুপুত্রকে ধারাল অস্ত্র ও পাথরের আঘাতে খুন করেন ওই ব্যক্তি। এর পর মহিলার মৃতদেহের সঙ্গে যৌনসঙ্গমও করেন তিনি। চলে যাওয়ার আগে ওই পরিবারের ১০ বছরের এক নাবালিকাকেও ধর্ষণ করেন ওই ব্যক্তি। এমনকি তার চার বছরের ভাইকেও গুরুতর ভাবে আঘাতও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে তিনটি দেহ নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। এর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে, গত সোমবার নাসিরুদ্দিন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নাসিরুদ্দিন জেরায় অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে দাবি পুলিশের।