Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

Arrest: সিএএ প্রতিবাদীদের উপর গুলি চালানো সেই তরুণ গ্রেফতার

সংবাদ সংস্থা
গুরুগ্রাম ১৩ জুলাই ২০২১ ১১:০১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে মিছিলে এক প্রতিবাদীর উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ বার সাম্প্রদায়িক বার্তা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল সেই তরুণকে। সোমবার সেই তরুণকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই-কে মানেসরের ডেপুটি পুলিশ কমিশনার বরুণ সিংলা জানিয়েছেন, হরিয়ানায় বিজেপি-র এক মুখপাত্র এবং করণী সেনার সভাপতি সূরয পাল আমু-র উদ্যোগে পটৌডীতে একটি মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেখানে সাম্প্রদায়িক বার্তা ছড়ানোর অভিযোগ উঠেছে ওই তরুণের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিংলা। তিনি আরও জানান, ২০২০-তে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভরত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন এই তরুণ। সেই ঘটনায় এক জন আহত হয়েছিলেন।

Advertisement

মুখে হিন্দুত্ববাদী স্লোগান আর হাতে বন্দুক ধরা এই তরুণের ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সে সময় হামলাকারীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ জানিয়েছিল, ছেলেটি নাবালক। বয়স মাত্র ১৭ বছর। ফলে তার নাম, পরিচয় ছবি সবই গোপন রাখা হয়। ‘গডসে ২.০’ নামে পরিচিতি পায় হামলাকারী।

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement