Advertisement
E-Paper

বড়দের জটের মধ্যেই একজোট বিরোধী যুবরা

কংগ্রেসের যুব মোর্চার সঙ্গে সমাজবাদী, বাম, এনসিপি, আরএলডি-সহ ১৪টি বিরোধী দলের যুবকরা কাল এক ছাতার তলায় বিক্ষোভ দেখাবেন রাজধানীতে। সব দল মিলে একটি অভিন্ন মঞ্চও তৈরি করেছে, যার নাম ‘ইউনাইটেড ইউথ ফ্রন্ট’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০২:২৬

মায়াবতী ঘোষণা করেছেন, বিধানসভায় কংগ্রেসের সঙ্গে নেই। অখিলেশ যাদবও বলেছেন, কংগ্রেসের জন্য আর অপেক্ষা নয়। উপরমহলে এমন ছবির মধ্যেই দলের যুব সংগঠনগুলি কিন্তু আগামিকালই একজোট হয়ে দিল্লির পথে নামছে। নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায়।

কংগ্রেসের যুব মোর্চার সঙ্গে সমাজবাদী, বাম, এনসিপি, আরএলডি-সহ ১৪টি বিরোধী দলের যুবকরা কাল এক ছাতার তলায় বিক্ষোভ দেখাবেন রাজধানীতে। সব দল মিলে একটি অভিন্ন মঞ্চও তৈরি করেছে, যার নাম ‘ইউনাইটেড ইউথ ফ্রন্ট’। কংগ্রেসের যুব সংগঠনের নেতা অমরীশ রঞ্জন পাণ্ডে জানান, ‘‘রাফাল দুর্নীতি থেকে বেকারি, তেলের দাম থেকে কৃষকদের উপর নির্যাতনের প্রতিবাদে পথে নামছে ১৪টি বিরোধী দলের যুব সংগঠন। সকাল ১১টায় দিল্লির মান্ডি হাউস থেকে সংসদ মার্গ পর্যন্ত মিছিল হবে। তার পর জনসভা।’’

যুব সংগঠনের নেতাদের মতে, ‘‘বিরোধী জোটটি মূলত লোকসভা ভোটের কথা মাথায় রেখেই করা হয়েছে। রাহুল গাঁধী থেকে মায়াবতী সকলেই স্পষ্ট করেছেন, বিধানসভায় সমঝোতা না হলেও লোকসভায় জোটের দরজা খোলা। আমাদের লড়াইও হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে। সেটিও লোকসভার কথা মাথায় রেখেই।’’ তবে মায়াবতীর পর কংগ্রেস সম্পর্কে অখিলেশের বেসুরের পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘শুধু মাত্র নরেন্দ্র মোদীকে ঠেকাতেই জোটের চেষ্টা হচ্ছিল। এ ভাবে কখনও জোট হতে পারে না। বরং মানুষের আবেগকে আরও গুরুত্ব দিতে হবে বিরোধীদের।’’

বিজেপির কটাক্ষ উড়িয়েই অবশ্য কাল দিল্লির রাস্তায় তেড়েফুঁড়ে নামতে প্রস্তুত বিরোধী দলের যুব সংগঠন। মায়াবতীর দলের কোনও যুব সংগঠন নেই বলে তারা শামিল হচ্ছে না। ঠিক হয়েছে, তেলের দাম নিয়ে আমজনতার নাকাল দশা তুলে
ধরতে পেট্রোল পাম্পের মেশিনের ছোট ছোট মডেল রাখা হবে মিছিলে। তার পরেই থাকবে রাবণের দশটি মুখে দশ ব্যক্তির মুখোশ। যুব নেতারা জানান, মোদী-ঘনিষ্ঠ এই রাবণগুলোই আমজনতার টাকা লুঠ করেছেন। রাবণের মুখোশ হিসেবে রাফাল-কাণ্ডের জন্য অনিল অম্বানীর পাশাপাশি থাকবে নীরব মোদী, মেহুল চোক্সী, ললিত মোদী, বিজয় মাল্যদের মুখ। রাফাল বিমানের কাট-আউট নিয়েও হাঁটবেন যুবকরা। এর সঙ্গেই থাকবে ঠেলাগাড়ি। পকোড়া বেচে রোজগারের মোদী-দাওয়াই তুলে ধরতে।

Akhilesh Yadav Mayawati United youth front
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy