অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে কুকথার প্রতিবাদ জানাতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ তেলুগু দেশমের দফতরে হামলা চালাল ওয়াই এস আর কংগ্রেস পার্টির সমর্থকেরা। মঙ্গলগিরিতে দলের সদর দফতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। তেলুগু দেশমের দফতরে পাথর ছোড়া হয়, ভেঙে ফেলা হয় চেয়ারটেবিল। মঙ্গলবারের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
তেলুগু দেশমের মুখপাত্র পট্টভি রাম সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা বলেছিলেন। তাতেই গোলমালের সূত্রপাত। হামলার এই ঘটনার নিন্দা করেছে চন্দ্রবাবু নায়ডুর দল। অন্ধ্রপ্রদেশে আদৌ গণতন্ত্র রয়েছে কি না, সে প্রশ্ন তুলেছে তারা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিও তোলা হয়েছে।
One TDP man wages a brave fight against 30 Goondas. He never gives up. #YCPTerroristsAttack pic.twitter.com/TTcyUhIwC6
— Telugu Desam Party (TDP Official) (@JaiTDP) October 19, 2021