Advertisement
১১ মে ২০২৪

আমজাদের অভিযোগ অস্বীকার মধ্যপ্রদেশের

নিজের রাজ্যেই টানা ৪২ বছর ধরে উপেক্ষিত হচ্ছে তাঁর পরিবার। এমনটাই অভিযোগ উস্তাদ আমজাদ আলি খানের। তবে অভিমানী এই সরোদ গুরুর অভিযোগ অস্বীকার করেছে মধ্যপ্রদেশে সরকার। মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতরের উপরে ক্ষুব্ধ আমজাদ আলি খান জানান, তাঁর পরিবারকে বয়কট করেছে রাজ্য। তাঁর কথায়, “আমার বাবা এবং গুরু উস্তাদ হাফিজ আলি খান সাহেবের ৪২তম মৃত্যু দিবস পেরিয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০৩:৪১
Share: Save:

নিজের রাজ্যেই টানা ৪২ বছর ধরে উপেক্ষিত হচ্ছে তাঁর পরিবার। এমনটাই অভিযোগ উস্তাদ আমজাদ আলি খানের। তবে অভিমানী এই সরোদ গুরুর অভিযোগ অস্বীকার করেছে মধ্যপ্রদেশে সরকার।

মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতরের উপরে ক্ষুব্ধ আমজাদ আলি খান জানান, তাঁর পরিবারকে বয়কট করেছে রাজ্য। তাঁর কথায়, “আমার বাবা এবং গুরু উস্তাদ হাফিজ আলি খান সাহেবের ৪২তম মৃত্যু দিবস পেরিয়ে গেল। কিন্তু এই ৪২ বছরে গ্বালিয়ারের প্রবাদপ্রতিম এই সরোদ গুরুর উদ্দেশে রাজ্যের সংস্কৃতি দফতর কখনও তেমন কোনও শ্রদ্ধা জানায়নি। আমাদের পরিবারকে বয়কট এবং উপেক্ষা করা হয়েছে।”

অভিমানী আমজাদ আরও জানান, গোটা বিশ্ব থেকে নানা অনুষ্ঠানে সরোদ বাজানোর জন্য তাঁর কাছে ডাক আসে। কিন্তু নিজের রাজ্যেই তা থেকে বঞ্চিত তিনি। সম্প্রতি অসলোতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান-সহ বিভিন্ন গৌরবজনক অনুষ্ঠানে তিনি এবং তাঁর ছেলেরা বাজানোর আমন্ত্রণ পান। তাই তাঁর আক্ষেপ, “আমার নিজের ঘর গ্বালিয়ারের তানসেন মিউজিক ফেস্টিভ্যাল-এ বাজানোর জন্য রাজ্যের সংস্কৃতি দফতর থেকে ডাক আসে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়।”

আমজাদ চান যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টিতে হস্তক্ষেপ করুন। তাঁর কথায়, “সংস্কৃতি বিভাগে এমন কেউ রয়েছেন যিনি আমার এবং আমাদের পরিবারের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিজেপিকে আমি দোষ দিতে চাই না। কিন্তু এই দফতরটি আমাদের পরিবারের সঙ্গে রাজনীতির খেলা খেলছে। কেন এমনটা হচ্ছে তা নিয়ে তদন্ত করা হোক।”

মধ্যপ্রদেশ সরকার অবশ্য আমজাদ আলি খানের এই অভিযোগ অস্বীকার করছে। শিবরাজ সিংহ চৌহান সরকারের দাবি, রাজ্য সরকারের বহু অনুষ্ঠানেই আমজাদ আলি খান ও তাঁর দুই ছেলেকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের সংস্কৃতি দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি মনোজ শ্রীবাস্তবের মতে, “৪২ বছর ধরে আমজাদ আলি খানের পরিবারকে উপেক্ষা করা হচ্ছে, এই অভিযোগ সত্য নয়। গোটা পরিবারের উপরে আমাদের অগাধ শ্রদ্ধা। তাঁর থেকে এই মন্তব্য আমরা প্রত্যাশা করি না।”

রাজ্যের সংস্কৃতি দফতরের এক আমলার দাবি, এই মাসেই তানসেন মিউজিক ফেস্টিভ্যাল-এ সঙ্গীত পরিবেশনের জন্য তিনবার আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি কোনও সাড়া দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE