Advertisement
E-Paper

ইন্দিরা ব্রাত্য, নেহরুকে নিয়ে উৎসবে প্রধানমন্ত্রী

ইন্দিরা গাঁধীর স্মরণসভায় না গিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। অথচ ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী পালনে এক মহাযজ্ঞের কর্মসূচি হাতে নিলেন নরেন্দ্র মোদী। সারা বছর ধরে একে একটি উৎসবে পরিণত করতে চান প্রধানমন্ত্রী। দেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করতে আগামী ১৪ নভেম্বর ‘শিশু স্বচ্ছতা অভিযান’ শুরু করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মোদী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৪ ০২:১২

ইন্দিরা গাঁধীর স্মরণসভায় না গিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। অথচ ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী পালনে এক মহাযজ্ঞের কর্মসূচি হাতে নিলেন নরেন্দ্র মোদী। সারা বছর ধরে একে একটি উৎসবে পরিণত করতে চান প্রধানমন্ত্রী।

দেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করতে আগামী ১৪ নভেম্বর ‘শিশু স্বচ্ছতা অভিযান’ শুরু করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মোদী। ১৪ থেকে ১৯ নভেম্বর দেশের বিদ্যালয়গুলিতে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি মোদীর গঠন করা নেহরু জন্মবার্ষিকী আয়োজক কমিটি আজ আরও পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে। এক, গোটা বছরটিই পালন করা হবে ‘শিশু স্বচ্ছতা বর্ষ’ হিসাবে। দুই, এই উপলক্ষে শিশুদের মধ্যে বিজ্ঞান সচেতনতার প্রসার ঘটানো হবে।

তিন, যুবসমাজ যাতে ‘চাচা নেহরু’-র জীবন ও কাজের থেকে অনুপ্রেরণা পেতে পারে, সেজন্যও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। চার, এমন ভাবে সরকারি কর্মসূচি নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ এই এর শরিক হতে পারেন। এবং পাঁচ, পন্ডিত নেহরুর নামে একটি স্মারক মুদ্রা চালু করা হবে।

প্রশ্ন হল, নেহরু সম্পর্কে রাতারাতি অবস্থান বদলাচ্ছেন কেন মোদী? গোটা লোকসভা ভোটের প্রচারে নেহরু-গাঁধী পরিবারকে তুলোধনা করে এসেছেন তিনি। ক’দিন আগেই নেহরুর ভাবনার যোজনা কমিশনকেই ভেঙে দিয়েছেন।

মঙ্গলযান উৎক্ষেপণের পরেও নেহরুর নাম প্রধানমন্ত্রীর মুখ থেকে এক বারের জন্যও বেরোয়নি। অথচ রাতারাতি তাঁর পাল্টে যাওয়া কেন?

বিজেপি সূত্রের মতে, কংগ্রেসের দুর্দিনে সনিয়া গাঁধীরা নেহরুর দর্শনকে সামনে রেখেই দলকে ফের উজ্জীবিত করতে চাইছেন। বিজেপির ‘বিভাজনের রাজনীতি’ ও ‘বাজার অর্থনীতি’র বিরোধিতা করতে সনিয়া এখন নেহরুর সমাজ ভাবনার উপরেই ভরসা রাখছেন। আর মোদী সেখানেই থাবা মেরে কংগ্রেসের রাজনৈতিক পরিসরটি সুকৌশলে আরও ছোট করে দিতে চান। গত কালই বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী পালন করেছেন মোদী অথচ ইন্দিরা গাঁধীর স্মরণসভায় হাজির হননি তিনি। যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। অথচ এরই মধ্যে প্রধানমন্ত্রী মোদী আজ নেহরুর জন্মবার্ষিকী পালনের জন্য সিদ্ধান্তগুলি নিয়ে ফেললেন।

সনিয়া গাঁধী নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করতে দিল্লিতে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চাইছেন। এ জন্য শীলা দীক্ষিতের নেতৃত্বে একটি কমিটিও গড়েছেন তিনি। আর মোদী গোটা বছর জুড়ে নেহরুর নামে নানান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়ে ফেললেন কংগ্রেস নেতাদের উপস্থিতিতেই। মোদীর গঠন করা কমিটির সদস্য হিসেবে গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খারগে, কর্ণ সিংহের মতো নেতারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। রাজনাথ সিংহ, অরুণ জেটলি, স্মৃতি ইরানি, শ্রীপদ নাইয়েকের মতো মন্ত্রীরাও হাজির ছিলেন এখানে।

এর পর রাজনাথ সিংহের নেতৃত্বে কর্মসূচি রূপায়ণ কমিটি বৈঠকে বসবে।

indira gandhi Jawaharlal Nehru new delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy