Advertisement
৩০ এপ্রিল ২০২৪

কৃষ্ণসার হত্যা মামলা, ফের বিপাকে সলমন

ব্রিটেনে যাওয়ার ভিসা পেতে সমস্যা হবে বলে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের জেরে ফের বিপাকে সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রাজস্থান হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৫ ০৩:০৮
Share: Save:

ব্রিটেনে যাওয়ার ভিসা পেতে সমস্যা হবে বলে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের জেরে ফের বিপাকে সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রাজস্থান হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি এস জে মুখোপাধ্যায় এবং এ কে গয়ালের বেঞ্চ স্পষ্টই জানিয়ে দিয়েছে, প্রয়োজনে সলমনের আবেদন নতুন করে বিচার বিবেচনা করে দেখতে পারে রাজস্থান হাইকোর্ট। ১৯৯৮ সালে রাজস্থানে শু্যটিং করতে গিয়ে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করে মামলায় জড়ান সলমন। রাজস্থানের নিম্ন আদালতে সেই মামলায় তাঁর ইতিমধ্যেই পাঁচ বছরের জেল হয়েছে। আপাতত তিনি জামিনে মুক্ত আছেন। ২০০৬ সালে সলমন নিম্ন আদালতের ওই রায়ের উপর স্থগিতাদেশ জারির জন্য রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে তিনি জানিয়েছিলেন, শু্যটিংয়ের কারণে বিশ্বের নানা জায়গায় যেতে হয় তাঁকে। নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি না হওয়া পর্যন্ত ব্রিটেনে যেতে পারবেন না তিনি। কারণ ব্রিটিশ নিয়ম অনুযায়ী, কোনও মামলায় চার বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত কোনও ব্যক্তি সে দেশের ভিসা পাবেন না। সলমনের সেই আবেদনের ভিত্তিতে ২০১৩ সালের নভেম্বরে রাজস্থান হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে দেয়।

কিন্তু গত বছর হাইকোর্টের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজস্থান সরকার। সুপ্রিম কোর্ট আজ তার রায়ে বলেছে, যদি সলমন মনে করেন, এই রায় তাঁর অপূরণীয় ক্ষতি করছে, তা হলে তিনি সে কথা আদালতকে জানাতে পারেন। তবে শুধুমাত্র কোনও দেশের ভিসা পেতে অসুবিধা হবে বলে এত বছরের জন্য কোনও রায়ের উপর স্থগিতাদেশ জারি করা নিয়ে রাজস্থান হাইকোর্টকে আজ একহাত নিয়েছে সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

black deer salman khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE