বর্তমান প্রজন্মের ছোটরা বই পড়তে আগ্রহী নয়। ফলে জ্ঞানের মাত্রা কমছে— আজ করিমগঞ্জে বইমেলার উদ্বোধনে এমনই মন্তব্য করেন করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক জন্মজিৎ রায়। বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে ৭ দিনের বইমেলার উদ্বোধন করেন তিনি বলেন, ‘‘বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়ের পুঁথিগত জ্ঞান হয়তো রয়েছে। কিন্তু সাম্যক জ্ঞান কম। এক মাত্র বই পড়লেই জ্ঞানের পরিধি বাড়তে পারে।’’ বইমেলায় আল্পনা, পতিতপাবণ, পাত্র,পাবলিকেশন ছাড়াও আগরতলার অক্ষর পাবলিকেশনের দোকান রয়েছে।