Advertisement
E-Paper

গুন্ডামি চলবে না, হুঁশিয়ারি নীতীশের

বিহার বিধানসভার স্পিকারের বাড়িতে হামলার অভিযোগে লালু প্রসাদের শ’দুয়েক সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করা হল। স্পিকার উদয় নারায়ণ চৌধুরীর এক প্রতিনিধি সচিবালয় থানায় ওই এফআইআর দায়ের করেছেন। পটনা জোনের আইজি এস এম খোপরে বলেন, ‘‘ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৩

বিধানসভার স্পিকারের বাড়িতে হামলার অভিযোগে লালু প্রসাদের শ’দুয়েক সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করা হল। স্পিকার উদয় নারায়ণ চৌধুরীর এক প্রতিনিধি সচিবালয় থানায় ওই এফআইআর দায়ের করেছেন। পটনা জোনের আইজি এস এম খোপরে বলেন, ‘‘ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

বিপক্ষকে চাপে ফেলতে এ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ তিনি বলেছেন, “এ সব গুন্ডামি একেবারেই বরদাস্ত করা হবে না। আইন নিজের মতো চলবে।”

দলে ভাঙন ধরানোর ‘খেলায়’ নেমেছে জেডিইউ। তাতে জড়িয়ে রয়েছেন বিধানসভার স্পিকারওএমনই অভিযোগে মঙ্গলবার আরজেডি বিধায়ক, সমর্থকদের নিয়ে বিধানসভা অভিযান করেন লালু প্রসাদ যাদব। মাঝরাস্তায় স্পিকারের বাসভবনে বিক্ষোভকারীরা ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ। এ নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। তাঁকে খুন করার চক্রান্ত হচ্ছে বলে সরব হয়েছেন অধ্যক্ষ উদয় নারায়ণ। আরজেডি-র সমালোচনায় মুখর রাজ্য সরকার, জেডিইউ-ও।

নাম না-করেই রাজনৈতিক প্রতিপক্ষ লালুর উদ্দেশে নীতীশ বলেন, “তিনি এখন খুব সঙ্কটে রয়েছেন। আদালতে জামিন পেয়ে সম্প্রতি মুক্তি পেয়েছেন। এটা না-ভুললেই ভালো। এই পরিস্থিতিতেই তিনি এ সব করাচ্ছেন।” একইসঙ্গে নীতীশের প্রশ্ন, “আগেও কখনও কি তিনি আইন মেনে চলেছেন। সব সময় তো এ সবই করেন।”

আরজেডি বিধায়ক-শিবিরে ‘ভাঙন’ নিয়ে চলতি বিতর্কের প্রসঙ্গে নীতীশের মন্তব্য, “কেউ যদি আমার দলে আসতে চান, তাঁকে তো স্বাগত জানানোই রীতি।” জেডিইউ শীর্ষ নেতা বলেন, “আরজেডি অনেকদিন ধরেই বিপদে রয়েছে। ওই দল এখন ভেঙে যাওয়ার মুখে। অনেকে আমার দলকেও টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু সফল হয়নি।” এ নিয়ে বিধানসভা স্পিকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নীতীশের বক্তব্য, “স্পিকার অর্ন্তবর্তী নির্দেশ দিয়েছেন। এ সবে আমার নামে অভিযোগ করে কী লাভ! তবে স্পিকারকে কেউ ইট মারেন, তার সমাধান করতে হবে।”

সংঘর্ষে জখম বিএসএফ জওয়ান। অনুপ্রবেশ রুখতে গিয়ে সংঘর্ষে জখম সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন জওয়ান। আহত ১০-১২ জন গ্রামবাসীও। দুই বিএসএফ জওয়ান-সহ গুরুতর জখম ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ত্রিপুরার সোনামুড়া সংলগ্ন বক্সনগরে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy