সারা পৃথিবীতে সংখ্যাতত্ত্বের বিভিন্ন পদ্ধতির প্রচলন আছে। সমস্ত পদ্ধতিতেই জন্মতারিখ খুব গুরুত্বপূর্ণ। এর দ্বারা আমরা অতি সহজে নিজেদের জন্মসংখ্যা জানতে পারি। সাধারণ মানুষের পক্ষেও এই হিসাব করা সম্ভব। এই পদ্ধতি অত্যন্ত সহজ ও গ্রহণযোগ্য। আমাদের জন্মতারিখের সমাহার, অর্থাৎ জন্মদিনের সংখ্যা, মাসের সংখ্যা এবং বছরের সংখ্যার যোগফল এক সংখ্যায়, অর্থাৎ ১ হইতে ৯ পর্যন্ত সংখ্যায় পরিবর্তন করতে হবে। ২০২৬ রবির প্রভাবের বছর। তাই প্রতিটি জন্মসংখ্যার ব্যক্তির জীবনেই নানা দিক থেকে পার্থক্য দেখা যাবে।
প্রাপ্ত সংখ্যা অনুযায়ী ফল এবং বিশেষ প্রতিকার:
১: যাঁদের জন্মসংখ্যা ১, তাঁদের জন্য ২০২৬ খুবই শুভ বছর। ২০২৬-এ এঁদের কর্মশক্তি, উদ্দীপনা বৃদ্ধি পাবে। অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। নতুন কিছু প্রাপ্তি হতে পারে। মানসম্মান প্রাপ্তি হবে ও কর্মে সফলতা আসবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে এবং ব্যবসায় সফলতা দেখতে পাবেন। ক্রোধ এবং অহং বৃদ্ধি পেতে পারে। নিয়ন্ত্রণে না রাখলে সমস্যায় পড়বেন।
প্রতিকার: রামজি এবং হনুমানজির পূজা করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবায় শুভ ফল পাবেন।
২: ২ জন্মসংখ্যার জন্য ২০২৬ অত্যন্ত শুভ বছর। কর্ম এবং অন্যান্য ক্ষেত্রে সফলতার সাথে ভ্রমণের অনেক সুযোগ আসবে।
প্রতিকার: মা বা মাতৃতুল্য মহিলার সেবা করুন। শিব-পার্বতীর পূজা করুন।
৩: ৩ জন্মসংখ্যার জন্য শুভ বছর ২০২৬। কর্মে সফলতা এবং পদোন্নতি প্রাপ্তি হবে। পিতা এবং পুত্রের সফলতায় গর্বিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। খাবার পরিমাণের সঙ্গে রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন।
প্রতিকার: গুরু বা গুরুতুল্য ব্যক্তির সেবা করুন। মন্দিরে সাধ্যমতো দান করতে পারেন।
৪: ৪ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য বছরটা শুভ বলা যায় না। সতর্কতার সঙ্গে কাজ এবং চলাফেরা করুন, বিশেষত গাড়ি চালানোর সময় বা পথে ভ্রমণকালে। রাগ, অহমিকা, ভ্রম নিয়ন্ত্রণ জরুরি।
প্রতিকার: শ্রী রামজি এবং শিবপূজায় বিশেষ শুভ ফল প্রাপ্তি হবে।
৫: আগামী বছরে ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের মিশ্র ফল প্রাপ্তি হবে। বিদ্যা এবং ব্যবসায় সফলতা আসবে। রাগ, শীঘ্র সিদ্ধান্ত নেওয়া এবং হঠকারিতা বর্জন করুন।
প্রতিকার: দূর্বা এবং লাল জবা-সহ প্রতি দিন সূর্যদেব এবং গণেশের পূজা করুন। রোজ সম্ভব না হলে বুধবার অবশ্যই করুন।
৬: ৬ জন্মসংখ্যার জন্য আগামী বছরটা খুব একটা শুভ বলা যায় না। সমস্ত কর্মে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। রাগ এবং অহমিকা ত্যাগ জরুরি।
প্রতিকার: সাদা জিনিস দান করুন। কন্যাসন্তানকে বা যে কোনও বাচ্চা মেয়েকে চকলেট দান করুন।
৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য ২০২৬ অত্যন্ত শুভ হতে চলেছে। নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। কোনও কাজে মন সায় না দিলে সে কাজ না করাই ভাল। নতুন কর্ম শুরু না করাই ভাল হবে। করলেও খুব চিন্তাভাবনা করে শুরু করুন। ধ্যান, পূজায় শুভ ফল প্রাপ্তি। রাগ এবং অহমিকার উপর নিয়ন্ত্রণ রাখুন।
প্রতিকার: প্রত্যেক দিন সূর্যদেব এবং গণপতিজির পূজা করুন।
৮: ৮ জন্মসংখ্যার শুভ বছর বলা যায় না, সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। বিশেষত গাড়ি চালানো বা পথভ্রমণকালে। পিতার সঙ্গে মতপার্থক্যের আশঙ্কা বৃদ্ধি।
প্রতিকার: রোজ সূর্যপ্রণাম করুন। শনিবার শনি মহারাজের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পূজা দিন।
৯: ৯ জন্মসংখ্যার শুভ বছর হলেও সফলতার সঙ্গে রাগ, অহং বৃদ্ধি পাবে। নিয়ন্ত্রণ জরুরি। অন্যথায় দীর্ঘকালীন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি কহতে পারে। পরিকল্পনা করে কাজ করুন। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। শরীর-স্বাস্থ্যের উপর নজর রাখা জরুরি।
প্রতিকার: হনুমানজির পূজা করুন। হনুমান চালিশা পাঠের সঙ্গে রোজ সূর্যপ্রণাম বিশেষ শুভ ফল দান করবে।