Advertisement
E-Paper

টুকরো খবর

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বেঙ্গালুরু-ধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত, সেই স্কুলের স্কেটিং প্রশিক্ষক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুস্তাফা ওরফে মুন্না। তার মোবাইল-ল্যাপটপ ঘেঁটে অসংখ্য অশালীন ভিডিও মিলেছে। যার অধিকাংশতেই রয়েছে ছোট ছোট বাচ্চাকে নৃশংস ভাবে ধর্ষণের দৃশ্য। আর তা থেকেই পুলিশের অনুমান, মানসিক বিকৃতি থেকে এই কাজ করেছিল মুস্তাফা।

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ০২:৩৭

বেঙ্গালুরু ধর্ষণ কাণ্ডে গ্রেফতার সেই স্কুলের স্কেটিং প্রশিক্ষক

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বেঙ্গালুরু-ধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত, সেই স্কুলের স্কেটিং প্রশিক্ষক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুস্তাফা ওরফে মুন্না। তার মোবাইল-ল্যাপটপ ঘেঁটে অসংখ্য অশালীন ভিডিও মিলেছে। যার অধিকাংশতেই রয়েছে ছোট ছোট বাচ্চাকে নৃশংস ভাবে ধর্ষণের দৃশ্য। আর তা থেকেই পুলিশের অনুমান, মানসিক বিকৃতি থেকে এই কাজ করেছিল মুস্তাফা। স্কুল চত্বরের মধ্যে ছ’বছরের পড়ুয়াকে ধর্ষণের প্রতিবাদে কাল পথে নেমেছিলেন হাজারো মানুষ। হ্যাল থানার সামনে ধর্নায়ও বসেন তাঁরা। প্রশ্ন তোলেন, এখনও কাউকে কেন গ্রেফতার করা গেল না। বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছিল রাজনীতিও। বিরোধীরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। চাপের মুখে পড়ে গত কালই পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ঔরদকর বলেন, “দয়া করে আমাদের উপর ভরসা রাখুন।” আজ সকালেও তিনি সাংবাদিকদের ডেকে জানান, অপরাধী এবং স্কুল কর্তৃপক্ষ, দু’পক্ষের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তার পর রাতেই ঘোষণা করা হয়, দুই অভিযুক্তের মধ্যে এক জন পুলিশের জালে। রাঘবেন্দ্র বলেন, “বছর তিরিশ বয়সের মুস্তাফা বিহারের ছেলে। গত কুড়ি বছর ধরে বেঙ্গালুরুতে থাকত। শহরের ওই নামি স্কুলে স্কেটিং শেখানোর চাকরি পায় সে।” আর এক প্রশিক্ষককে সঙ্গে নিয়ে এই মুস্তাফাই ছোট্ট মেয়েটিকে শাস্তি দেওয়ার নামে স্কুলের স্টোর রুমে বন্দি করে। আর তার পর ধর্ষণ করে। দ্বিতীয় অভিযুক্ত অবশ্য অধরা। কাল আদালতে পেশ করা হবে মুস্তাফাকে।

গুয়াহাটিতে মহিলা-বাস

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

বাসের চালক, কন্ডাক্টর দু’জনই মহিলা। থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীও চলতি সপ্তাহ থেকে এমনই বাস চলবে গুয়াহাটির রাস্তায়। অসম পরিবহণ দফতর জানিয়েছে, ২৩ জুলাই থেকে ওই পরিষেবা শুরু হবে। আপাতত মহিলা-চালিত ছ’টি বাস চলবে গুয়াহাটি-মরিগাঁও রুটে। বাসগুলির মধ্যে দু’টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পরিবহণ দফতর জানিয়েছে, পরবর্তী সময়ে এ ধরনের আরও কয়েকটি বাস শহরের রাস্তায় দেখা যাবে। দিল্লির নির্ভয়া-কাণ্ডের দিকে তাকিয়ে এই পদক্ষেপ করেছে রাজ্য।

নাবালিকা ধর্ষণ

সংবাদ সংস্থা • জয়পুর

১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে। রাজস্থানের ভিলওয়ারা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার খেতে কাজ করার সময় মেয়েটিকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক তরুণ। কোঠারি নদীর ধারে মেয়েটিকে ধর্ষণ করে সে। সংবাদ সংস্থা

সীমান্তে গুলি

সংবাদ সংস্থা • শ্রীনগর

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। রবিবার ভোরে জম্মুর সীমান্তবর্তী পিতল এবং বিএসএফের আরও দুটো ছাউনি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাক রেঞ্জার্স। স্থানীয় গ্রামবাসীদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

মোদীর সচিব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া ব্যক্তিগত সচিব হলেন সঞ্জীবকুমার সিঙ্গলা। এখন ইজরায়েলে ভারতীয় দূতাবাসে কাজ করছেন ১৯৯৭ ব্যাচের আইএফএস সিঙ্গলা। প্রধানমন্ত্রীর বর্তমান ব্যক্তিগত সচিব বিক্রম মিশ্রি স্পেনে রাষ্ট্রদূতের দায়িত্ব পাচ্ছেন। ইজরায়েলের সঙ্গে মোদী সরকারের সম্পর্ক ভাল। সিঙ্গলার সে দেশে কাজ করার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাজে লাগবে বলে ধারণা প্রশাসনিক মহলের। ৩১ জুলাই পর্যন্ত মোদীর ব্যক্তিগত সচিবের কাজ সামলাবেন মিশ্রিই। তার পরে সিঙ্গলা দায়িত্ব নেবেন।

তৈরি বিজেপি

দল ভোটে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সরকার গড়তেও রাজি জানিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি সতীশ উপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং নিতিন গডকড়ীর সঙ্গে বৈঠকের পরে এ কথা বলেছেন সতীশ। দিল্লির রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিজেপির দুই নেতাকে সব জানান তিনি। বৈঠকের পরে উপাধ্যায় বলেন, “সরকার গড়ার কোনও প্রস্তাব এখনও আসেনি। প্রস্তাব এলে আমরা সিদ্ধান্ত নেব। সংবিধান মেনেই যা হওয়ার হবে।” কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে বিজেপির আরও পাঁচ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেটা কী ভাবে পাবে দল? উপাধ্যায় এ ব্যাপারে বলেন, সরকার গড়ার পরিস্থিতি তৈরি হলে তখনই এ বিষয়ে মুখ খুলবে দল।

গুলিতে মৃত্যু

ফের উত্তপ্ত হয়ে উঠল অসম এবং নাগাল্যান্ডের সীমানা। রবিবার কার্বি আংলং জেলার দলদলি এলাকায় নাগা অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করতে বনরক্ষীরা স্থানীয় গ্রামবাসীদের নিয়ে অভিযান চালান। কিন্তু, নাগারা গুলি চালায়। সংঘর্ষে অর্পণ বরুয়া নামে এক যুবকের মৃত্যু হয়। জখম হন এক বনরক্ষীও।

নাবালিকা ধর্ষণ

১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে। রাজস্থানের ভিলওয়ারা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার খেতে কাজ করার সময় মেয়েটিকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক তরুণ। কোঠারি নদীর ধারে মেয়েটিকে ধর্ষণ করে সে।

মুম্বইয়ে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে মেয়ে ইরার সঙ্গে আমির খান। ছবি: পিটিআই

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy