Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ত্রিশঙ্কু ভূস্বর্গে খোলা থাকছে সব পথই

সকলের সব পথ খোলা। ভোট-ফলে ত্রিশঙ্কু জম্মু-কাশ্মীরে সরকার গড়ার জন্য আপাতত এই অবস্থান নিয়েই চলছে সব দল। পিডিপি সব চেয়ে বড় দল হলেও খুব কাছাকাছি দ্বিতীয় স্থানে বিজেপি। জনসঙ্ঘের আমল থেকে সে রাজ্যে বিজেপির সবচেয়ে ভালো ফল হয়েছে এ বারই। আর সরকার গড়া নিয়ে সব চেয়ে বেশি আত্মবিশ্বাসও বিজেপির গলায়। যে রাজ্যে বিতর্কিত ভাবে আটক অবস্থায় মারা যান দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই রাজ্যেই মসনদের দাবিদার হয়ে তাঁর স্বপ্ন সফল করতে চান বিজেপি নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও শ্রীনগর শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৮
Share: Save:

সকলের সব পথ খোলা।

ভোট-ফলে ত্রিশঙ্কু জম্মু-কাশ্মীরে সরকার গড়ার জন্য আপাতত এই অবস্থান নিয়েই চলছে সব দল। পিডিপি সব চেয়ে বড় দল হলেও খুব কাছাকাছি দ্বিতীয় স্থানে বিজেপি। জনসঙ্ঘের আমল থেকে সে রাজ্যে বিজেপির সবচেয়ে ভালো ফল হয়েছে এ বারই। আর সরকার গড়া নিয়ে সব চেয়ে বেশি আত্মবিশ্বাসও বিজেপির গলায়। যে রাজ্যে বিতর্কিত ভাবে আটক অবস্থায় মারা যান দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই রাজ্যেই মসনদের দাবিদার হয়ে তাঁর স্বপ্ন সফল করতে চান বিজেপি নেতৃত্ব।

দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোদ বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, “জম্মু-কাশ্মীরে বিজেপির সব পথ খোলা। বিজেপি সেখানে সরকার গড়তে পারে। কাউকে সমর্থন করতে পারে। কারও সরকারে সামিলও হতে পারে।” আগামী কাল বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক হওয়ার কথা। তার আগেই আজ রাতে বৈঠক করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলি ও রাজনাথ সিংহ। তাতে কাশ্মীরের দুই আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির জন্য দু’টি আলাদা ফর্মূলা স্থির করা হয়।

কিন্তু প্রশ্ন হল, কোন অঙ্কে জম্মু-কাশ্মীরে সরকার গড়ার আত্মবিশ্বাস দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব?

অমিত শাহের ঘোষণার অনেক আগেই কংগ্রেসের নেতা গুলাম নবি আজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস জম্মু-কাশ্মীরের সবচেয়ে বড় দল পিডিপিকে সমর্থন করতে প্রস্তুত। কারণ, অঙ্কের হিসেবে ওমর আবদুল্লাকে নিয়ে কংগ্রেসের সরকার গড়া সম্ভব নয়। তাই ‘সাম্প্রদায়িক’ বিজেপিকে ঠেকাতে কংগ্রেস এই জোটের সরকারই সবচেয়ে আদর্শ বলে মনে করছে। সে জন্য তারা জম্মু-কাশ্মীরের ফলের স্পষ্ট বিভাজনরেখাই সামনে তুলে আনছে। জম্মুতে বিজেপি ভাল ফল করলেও উপত্যকায় খাতা খুলতে পারেনি। আর পিডিপি উপত্যকায় ভাল করলেও জম্মুতে তাদের অস্তিত্ব নামমাত্র। ফলে সাম্প্রদায়িক বিভাজনটি স্পষ্ট।

কংগ্রেসের প্রশ্ন, দুই পরস্পরবিরোধী দল কী করে জোট গড়তে পারে?

বিজেপি নেতারা অবশ্য বলছেন, পিডিপি তাঁদের দ্বিতীয় পছন্দ। প্রথম পছন্দ ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স। ওমরের ঝুলিতে রয়েছে ১৫টি আসন। তার সঙ্গে বিজেপির ২৫টি যোগ করলে প্রয়োজন আরও কিছু নির্দলের সমর্থন। তাঁদের মধ্যে সাজ্জাদ লোনও রয়েছেন। যিনি ভোটের আগেই মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিয়েছেন। কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত ওমর বিজেপির সঙ্গে মিলে সরকার গড়ার সম্ভাবনা প্রায় খারিজই করে দিয়েছেন। বলেছেন, “বিজেপির সঙ্গে সরকার না গড়ার সম্ভাবনাই ৯৯%। বাকিরা সরকার করে দেখাক।”

কিন্তু বিজেপি নেতাদের মতে, ওমরের এই এক শতাংশ সম্ভাবনাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আবার এর মধ্যেই নতুন গুগলি দিয়েছেন ওমর। রাজ্যে নিজের প্রতিপক্ষ মুফতি পরিবারের কেউ তাঁকে ফোন করলে পিডিপিকে সাহায্য করার কথাও বলে রেখেছেন তিনি। কিন্তু মুফতি পরিবার সে পথে হাঁটার ইঙ্গিত দেয়নি।

কিন্তু ওমর ও মুফতির জন্য কী ফর্মূলা ভেবেছেন বিজেপি নেতৃত্ব?

বিজেপি সূত্রে খবর, ওমর আবদুল্লার ক্ষেত্রে বড় দল হিসেবে বিজেপি মুখ্যমন্ত্রীর পদ চেয়েছে। পরিবর্তে ওমর বা তাঁর মনোনীত ব্যক্তিকে রাজ্যসভায় জিতিয়ে এনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিজেপি। পিডিপির ক্ষেত্রে তিন বছর মেয়াদে ঘুরিয়ে-ফিরিয়ে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হবে। ওই ফর্মূলাতেই কংগ্রেস-পিডিপি জোট সরকারে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুফতি মহম্মদ সইদ ও গুলাম নবি আজাদ। বিজেপি সূত্রে খবর, দু’দলের সঙ্গে প্রাথমিক আলোচনায় অবস্থান জানিয়েও দিয়েছে বিজেপি। মেহবুবা মুফতি বিজেপির ফর্মূলায় অখুশি না হলেও প্রথম মুখ্যমন্ত্রী তাঁর দলের কাউকেই করতে চান। কিন্তু বিজেপি চায় প্রথমে তাদেরই মুখ্যমন্ত্রী হোক।

প্রকাশ্যে কংগ্রেস বা বিজেপি- কোনও দলেরই সঙ্গেই সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেননি মেহবুবা। বিজেপির মতে, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে গেলেও মেহবুবার নির্দলদের সমর্থন প্রয়োজন। অথচ নির্দলদের অধিকাংশ বিজেপির সঙ্গেই আসতে পছন্দ করবেন। তলে তলে সে আলোচনাও শুরু হয়ে গিয়েছে।

এমন নয়, বিজেপি একেবারেই মুসলিমদের সমর্থন পায়নি। জম্মু-কাশ্মীরে পিডিপি সব চেয়ে বেশি আসন পেলেও সব চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি। কাশ্মীরের মুসলিম যুবকেরা বিজেপিকে ভোট দিয়েছেন বলেই এত ভোট এসেছে। আর সাজ্জাদ লোনের জমিও অনেকটা তৈরি করেছে বিজেপি।

সব মিলিয়ে পরিস্থিতি যে দিকে, তাতে ওমর আবদুল্লা বিজেপির শর্তে রাজি হয়ে সমর্থন দিলেই সরকার হয়। অথবা নির্দলদের সঙ্গে নিয়ে পিডিপি-বিজেপিও সরকার গড়তে পারে। অথবা নির্দলরা যদি ‘সাম্প্রদায়িকতা’ রুখতে এককাট্টা হন বিজেপির বিরুদ্ধে, তা হলে পিডিপি ও কংগ্রেসের সরকার গড়াও অসম্ভব নয়। কিন্তু সে সব তো শুধু অঙ্ক। রাজনীতিতে অঙ্কের বাইরেও অনেক সমীকরণ থাকে। সেই সমীকরণ স্পষ্ট হবে আগামী ক’দিনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE