Advertisement
০৬ মে ২০২৪

নিন্দা করেও মাসুদের হয়ে প্রচারে রাহুল

সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের হিংসাত্মক মন্তব্য নিয়ে জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় বইলেও, আজ তাঁর হয়ে প্রচার করলেন রাহুল গাঁধী। মাসুদের বক্তব্যকে যদিও সমর্থন করেননি রাহুল। বরং বিরোধীদের উদ্দেশে কটূক্তি না-করার পরামর্শই দিয়েছেন দলীয় নেতাদের। কিন্তু সে কথা বলেও মাসুদের স্ত্রীকে মঞ্চে নিয়ে রাহুল আজ তাঁকে জয়ী করার জন্য অনুরোধ জানান জনসভা থেকে।

নির্বাচনী সভায় রাহুল গাঁধী। শনিবার সাহারানপুরে। ছবি: পিটিআই

নির্বাচনী সভায় রাহুল গাঁধী। শনিবার সাহারানপুরে। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৪ ০৩:১৫
Share: Save:

সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের হিংসাত্মক মন্তব্য নিয়ে জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় বইলেও, আজ তাঁর হয়ে প্রচার করলেন রাহুল গাঁধী। মাসুদের বক্তব্যকে যদিও সমর্থন করেননি রাহুল। বরং বিরোধীদের উদ্দেশে কটূক্তি না-করার পরামর্শই দিয়েছেন দলীয় নেতাদের। কিন্তু সে কথা বলেও মাসুদের স্ত্রীকে মঞ্চে নিয়ে রাহুল আজ তাঁকে জয়ী করার জন্য অনুরোধ জানান জনসভা থেকে।

প্রসঙ্গত, ইমরান মাসুদের ভোট প্রচার নিয়ে গতকাল একটি ভিডিও ফুটেজ চাউর হয়ে যায় সংবাদমাধ্যমে। তাতে দেখা যায় মাসুদ বলছেন, প্রয়োজন পড়লে তিনি নরেন্দ্র মোদীকে টুকরো টুকরো করে কেটে ফেলতেও দ্বিধা করবেন না। মাসুদের এই ঘৃণাসূচক মন্তব্য নিয়ে সাড়া পড়ে যাওয়ার পরেই আজ ভোর রাতে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, সাহারানপুরে রাহুল গাঁধীর আজকের জনসভা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু মাসুদ গ্রেফতার হওয়ার পর আজ সকাল থেকে কংগ্রেস মহলেই রটে যায়, রাহুল আজ আর সেখানে সভা করবেন না। কিন্তু দুপুর ২টোর পর হঠাৎই বদলে যায় ছবিটা। রাহুল শিবির থেকে বলা হয়, দলের সহ-সভাপতি সভা বাতিল করেননি। সাহারানপুরে সভা হবে। মঞ্চে ইমরানের পরিবর্তে তাঁর স্ত্রী উপস্থিত থাকবেন।

সাহারানপুরের ওই জনসভা থেকে রাহুল গাঁধী আজও নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। সেই সঙ্গে বলেন, এর আগে দুই লোকসভা ভোটের মতোই বিজেপি এ বারও বেলুন ফোলাচ্ছে। কিন্তু ভোটের ফলাফলে সেই বেলুন ফেটে যাবে। সেই সঙ্গে বিরোধীদের প্রতি কটূক্তি করার থেকে দলীয় নেতাদের বিরত থাকার কথা বলেন তিনি। আর তাঁর পাশে দাঁড়িয়ে মাসুদের স্ত্রী বলেন, “ইমরান নিরপরাধ। ভিডিও ফুটেজটি ৬ মাসের পুরনো। ওঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।”

কিন্তু প্রশ্ন হল, ইমরানের মন্তব্য নিয়ে যখন জাতীয় রাজনীতিতে ঢি ঢি পড়ে গিয়েছে, তখন রাহুল গাঁধী আজ সেখানে গেলেন কেন?

রাজনৈতিক সূত্র বলছে, কারণটা একেবারেই পরিষ্কার। সাহারানপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেই কারণেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাসুদ ওই রকম চড়া সুরে মন্তব্য করেছিলেন, যাতে সংখ্যালঘু ভোটের মেরুকরণ কংগ্রেসের অনুকূলে হয়। এই পরিস্থিতিতে রাহুল যদি আজ সেখানে প্রচারে না যেতেন, তা হলে সংখ্যালঘুদের মধ্যে ভুল বার্তা যেতে পারত। সেই কারণেই সাহারানপুরে সভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েও স্থানীয় নেতৃত্বের চাপে রাহুল আজ সেখানে প্রচারে যেতে বাধ্য হন।

কিন্তু জাতীয় রাজনীতিতে কি এর নেতিবাচক প্রভাব পড়বে না।

জবাবে কংগ্রেসের এক নেতা আজ বলেন, রাহুল গাঁধী মাসুদের কোনও মন্তব্য সমর্থন করেননি। তা ছাড়া জাতীয় রাজনীতিতে ভারসাম্য রাখতে কংগ্রেসের দিল্লির নেতারাও মাসুদের সমালোচনায় মুখ খুলেছেন। সুতরাং দল যে এ বিষয়ে মাসুদের পাশে নেই, তা স্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rahul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE