Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিকল্প জোটের পাশে বাবুলাল

ভোটের পর কেন্দ্রের ক্ষমতায় আসবে অ-কংগ্রেসি এবং অ-বিজেপি সরকারএমনই দাবি করলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার (জেভিএম) নেতা বাবুলাল মারাণ্ডি। সরাসরি মন্তব্য না-করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পতি ‘ফেডারেল ফ্রন্টে’ যোগ দেওয়ার জল্পনাও তিনি জিইয়ে রাখলেন। বর্তমানে জেভিএমের দু’জন সাংসদ রয়েছেন। কোডারমার সাংসদ বাবুলাল নিজেই।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০৩:৪৯
Share: Save:

ভোটের পর কেন্দ্রের ক্ষমতায় আসবে অ-কংগ্রেসি এবং অ-বিজেপি সরকারএমনই দাবি করলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার (জেভিএম) নেতা বাবুলাল মারাণ্ডি।

সরাসরি মন্তব্য না-করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পতি ‘ফেডারেল ফ্রন্টে’ যোগ দেওয়ার জল্পনাও তিনি জিইয়ে রাখলেন। বর্তমানে জেভিএমের দু’জন সাংসদ রয়েছেন। কোডারমার সাংসদ বাবুলাল নিজেই। জামশেদপুরে রয়েছেন অজয় কুমার। আজ বিকেলে রাঁচিতে সাংবাদিক সম্মেলনে বাবুলাল আশা প্রকাশ করে বলেন, এ বার লোকসভা নির্বাচনে রাজ্যে তাঁর দলই সব চেয়ে বেশি আসন জিতবে।

বাবুলাল বলেন, “এ বার দেশে অ-কংগ্রেসি, অ-বিজেপি সরকার তৈরি হবে। ওই দু’টি দল ছাড়া অন্য কোনও জোট সরকার গড়লে আমরা তাঁদের সঙ্গেই যোগ দেব।”

লোকসভা ভোটের আগে ফেডারেল ফ্রন্ট গঠনের কথা বলেছেন মমতা। ঝাড়খণ্ডের দু’টি ছোট দল তৃণমূলের সঙ্গে মিশেছে। বাবুলালের সঙ্গেও জোটের চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি।

তৃণমূলের সঙ্গে জোট গঠনের ঘোষমা করলেও, আজ জেভিএমের হাত ধরেছেন ঝাড়খণ্ড পিপলস পার্টির নেতা সুরজ সিংহ বেসরা। ওই জোটের কথা জানাতেই আজ সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন বাবুলাল।

তৃণমূলের সঙ্গে জোট গড়লেন না কেন?

বেসরার জবাব, যে ভাবে এ রাজ্যে তৃণমূল টিকিট বিলি করেছে, তা তাঁর পছন্দ হয়নি। সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

কোডারমার সাংসদ বাবুলাল এ বার প্রার্থী হচ্ছেন দুমকা কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী জেএমএম সুপ্রিমো শিবু সোরেন। বিজেপিতে থাকার সময় বাবুলাল দুমকায় শিবুকে হারান। বহুদিন পরে ফের আদিবাসী প্রধান দু’টি দলের শীর্ষ নেতা ভোটের ময়দানে মুখোমুখি হচ্ছেন। আজ দুমকায় শিবু সোরেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৪ এপ্রিল বাবুলাল মনোনয়ন পত্র জমা দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

babulal marandi jmm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE