Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজ্যসভায় চাপ রাখতে নবিই পছন্দ সনিয়ার

রাজ্যসভায় মনমোহন সিংহের মেয়াদ এখনও চার বছর বাকি। কিন্তু সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী যে সংসদের উচ্চ কক্ষে প্রধান বিরোধী দলের নেতা হবেন না, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০৩:০৩
Share: Save:

রাজ্যসভায় মনমোহন সিংহের মেয়াদ এখনও চার বছর বাকি। কিন্তু সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী যে সংসদের উচ্চ কক্ষে প্রধান বিরোধী দলের নেতা হবেন না, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কংগ্রেস সূত্র জানাচ্ছে, রাজ্যসভায় দলের বর্ষীয়ান সংখ্যালঘু নেতা গুলাম নবি আজাদকেই বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নিতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

দু’দিন আগে প্রাক্তন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গেকে লোকসভায় কংগ্রেসের নেতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সনিয়া। যদিও খার্গেই যে লোকসভার বিরোধী দলনেতা হবেন তা এখনও সরকারি ভাবে স্থির হয়নি। কারণ তার জন্য কমপক্ষে ১০ শতাংশ আসন পাওয়া দরকার। ১৬তম লোকসভায় কংগ্রেস এ বার সেটুকুও জোটাতে পারেনি। বিষয়টি তাই স্পিকারের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। তবে কংগ্রেস সূত্রে আজ বলা হয়েছে, এ ব্যাপারে বিজেপি নেতৃত্বের সঙ্গে একটা সমঝোতা তাঁদের হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার মর্যাদা পাবেন খার্গেই। তবে ডেপুটি স্পিকারের পদটি কংগ্রেস পাবে না।

লোকসভায় ক্ষমতাসীন দল বা জোটের কোনও সাংসদকে যখন স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়, তখন ডেপুটি স্পিকার পদটি প্রধান বিরোধী দলকে ছাড়াটাই রীতি। কিন্তু কংগ্রেসের শক্তি এ বার লোকসভায় এতই কম (৪৪) যে ডেপুটি স্পিকার পদটি দাবি করার মতো মুখ নেই তাদের। পদটি এ বার জয়ললিতার দলকে ছেড়ে দিতে পারে বিজেপি। সম্ভবত এডিএমকে নেতা থাম্বিদুরাই ডেপুটি স্পিকার হবেন।

তবে রাজ্যসভায় এই সমস্যা নেই কংগ্রেসের। বরং সংসদের উচ্চকক্ষে কংগ্রেসই বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল। আর তাই গুলাম নবিকে বিরোধী দলনেতা করতে কোনও বাধা নেই। কিন্তু প্রশ্ন হল সনিয়া কেন ওই পদে চাইছেন তাঁকে? দলের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, একে তো তিনি সংখ্যালঘু নেতা। তা ছাড়া রাজ্যসভায় এক জন বলিয়ে-কইয়ে নেতার খুব প্রয়োজন। কেননা, লোকসভায় বিজেপির গরিষ্ঠতা এতই বেশি যে সেখানে কংগ্রেস তাদের মত রাখার কতটা সুযোগ পাবে, তা নিয়ে সংশয় আছে। কিন্তু রাজ্যসভায় শাসক জোট সংখ্যালঘু। তাই সেখানে সরকারকে চেপে ধরার সুযোগ পাবে কংগ্রেস।

দলের এক কেন্দ্রীয় নেতা জানালেন, রাজ্যসভায় এ কে অ্যান্টনি বা অম্বিকা সোনিকে বিরোধী দলনেতা করার প্রস্তাব ছিল। কিন্তু অ্যান্টনি অভিজ্ঞ হলেও কথায়বার্তায় বিশেষ দাপুটে নন। গুলাম নবির সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক ধার দু’টোই অ্যান্টনি বা অম্বিকার থেকে বেশি। তা ছাড়া তিনি দশ নম্বর জনপথের আস্থাভাজনও বটে। তাই তাঁকেই রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নিতে চলেছেন সনিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE