সরকারি শিশু আবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হল। গুয়াহাটির ফাটাশিল আমবাড়ির ঘটনা। পুলিশ জানায়, শিশু আবাসের বাসিন্দা রাজীবের (৮) বাড়ি বিহারে। আজ সে বাগানে ঘুড়ি ওড়াচ্ছিল। আবাসের পাঁচিলের পাশে থাকা গাছে কোনও ভাবে উচ্চ বিদ্যুৎবাহী তার পড়েছিল। সেই তারে রাজীবের ঘুড়ি জড়িয়ে যায়। গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজীব। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরেও অন্তত ২০ মিনিট রাজীব বেঁচে ছিল। কিন্তু আবাসের সুপার ও অন্য কর্মীরা সেখানে না থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।