Advertisement
E-Paper

সানাই বাজার আগেই কলহ

বিয়ের সানাই এখনও বাজেনি। তার আগেই রাঘোগড়ের রাজপরিবারে কলহ শুরু হয়ে গিয়েছে। দু’দিন আগেই প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ তাঁর গোপন প্রেমের কথা স্বীকার করেছেন। সাংবাদিক প্রেমিকা অমৃতা রাই জানান দু’জনের বিয়ের পরিকল্পনার কথা। আর এর পরেই রাজবাড়িতে শুরু লড়াইয়ের নতুন পর্ব। পারিবারিক ক্ষোভ-বিক্ষোভ নিয়ে চার দেওয়ালের ভিতরে গুঞ্জন নয়, একেবারে প্রকাশ্যে দিগ্বিজয়ের ভ্রাতৃবধূ রুবিনা শর্মা সিংহ জানিয়েছেন, ভাসুরঠাকুর নিজের বেলায় প্রথম পক্ষের কন্যার থেকেও কম বয়সের মেয়েকে বিয়ে করতে চলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৪ ০৩:০৮

বিয়ের সানাই এখনও বাজেনি। তার আগেই রাঘোগড়ের রাজপরিবারে কলহ শুরু হয়ে গিয়েছে।

দু’দিন আগেই প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ তাঁর গোপন প্রেমের কথা স্বীকার করেছেন। সাংবাদিক প্রেমিকা অমৃতা রাই জানান দু’জনের বিয়ের পরিকল্পনার কথা। আর এর পরেই রাজবাড়িতে শুরু লড়াইয়ের নতুন পর্ব। পারিবারিক ক্ষোভ-বিক্ষোভ নিয়ে চার দেওয়ালের ভিতরে গুঞ্জন নয়, একেবারে প্রকাশ্যে দিগ্বিজয়ের ভ্রাতৃবধূ রুবিনা শর্মা সিংহ জানিয়েছেন, ভাসুরঠাকুর নিজের বেলায় প্রথম পক্ষের কন্যার থেকেও কম বয়সের মেয়েকে বিয়ে করতে চলেছেন। কিন্তু এই বয়সের ফারাক নিয়ে তাঁর ভাইয়ের বিয়ের বেলায় একদিন চরম আপত্তি করেছিলেন।

দিগ্বিজয় যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে ১০ বছর কাটানো কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা, তেমন তাঁর ভাই লক্ষ্মণ সিংহও পোড়খাওয়া রাজনীতিক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত বছর ফের কংগ্রেসে ফিরেছেন। দু’দলের হয়েই রাজাগড় লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। মধ্যপ্রদেশের গুণহার রাঘোগড়ের রাজা প্রয়াত বালভদ্র সিংহের এই দুই পুত্র রাঘোগড়ের মানুষের কাছে এখনও ‘রাজার বেটা’ বলেই পরিচিত। সেই রাজপরিবারের ছোট রানি, লক্ষ্মণের স্ত্রী রুবিনাই দিগ্বিজয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন।

রাজপরিবারের কলহ এমন প্রকাশ্যে এল কেন?

কারণ, রুবিনার মনের মধ্যে পুষে রাখা পুরনো রাগ। রুবিনা জানিয়েছেন, লক্ষ্মণের প্রথম স্ত্রী জাগৃতির মৃত্যুর পরে ২০০২ সালে তাঁদের বিয়ে হয়। এই বিয়েতে প্রবল আপত্তি ছিল দিগ্বিজয়ের। কারণ দু’টি। এক, লক্ষ্মণের থেকে রুবিনা ১৩ বছরের ছোট। দুই, রুবিনা রাজপুত নন। রুবিনা আবার ফ্যাশন ডিজাইনার রোহিত বালের বোন। তাঁর অভিযোগ, বিয়েতে বাধা তৈরির জন্য লক্ষ্মণের প্রথম পক্ষের কন্যাকেও উস্কানি দেওয়া হয়েছিল। রুবিনা বলেন, “লক্ষ্মণের প্রথম পক্ষের সেই মেয়ে আমার থেকে ১৩ বছরের ছোট। তাঁকে

সে সময় উস্কানি দেওয়া হয়। আজ দিগ্বিজয় অমৃতাকে বিয়ে করতে যাচ্ছেন। ওঁর প্রথম পক্ষের মেয়েরা হবু স্ত্রী-র থেকেও বড়।”

এর আগেও অবশ্য পারিবারিক কলহ বেঁধেছে। লক্ষ্মণের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পিছনেও আসলে পারিবারিক কলহ অন্যতম কারণ ছিল বলে অনেকের ধারণা। উমা ভারতী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে থাকার সময় ভাই যে ভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাতে দিগ্বিজয়কেই অস্বস্তিতে পড়তে হয়েছিল। ইতিহাস বলে, উমা ভারতীর দফতরে সোজা ঢুকে গিয়ে লক্ষ্মণ জানিয়েছিলেন, তিনি বিজেপিতে যোগ দিতে চান। ভাইকে বোঝাতে প্রয়াত স্ত্রী আশাকে বারবার পাঠিয়েছিলেন তিনি। তাতেও কাজ হয়নি। ভাই বিজেপিতে যোগ দিয়েই থামেননি। রাজগড় লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেও যান। সেই সময়ও লক্ষ্মণের স্ত্রী রুবিনা তাঁর স্বামীর হয়ে মুখ খুলতেন। বলতেন, এমন রাজনৈতিক মতান্তর যে রাঘোগড়ের রাজপরিবারেই প্রথম তা নয়। সিন্ধিয়া পরিবারের মধ্যেও কেউ কংগ্রেস, কেউ বিজেপিতে রয়েছেন।

দিগ্বিজয় সিংহ এত দিন নরেন্দ্র মোদীর স্ত্রী-কে নিয়ে প্রশ্ন তুলছিলেন। তাঁর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়ে যাওয়ার পর চাপের মুখে তাঁকে সেই সম্পর্কের কথা স্বীকার করতে হয়। বড় মুখ করে দিগ্বিজয় বলেছিলেন, অমৃতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করতে তিনি মোটেই দ্বিধা বোধ করছেন না। কিন্তু পরিবারের ভ্রাতৃবধূ যে এমন তোপ দাগবেন, তা তাঁর জানা ছিল না। এমনিতেই অমৃতার ছবি কে বা কারা ফাঁস করে দিল, তা এখনও বুঝে উঠতে পারেননি দিগ্বিজয়। তাঁর প্রেমিকা অমৃতা জানিয়েছেন, তাঁর ই-মেল, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় এ বিষয়ে অভিযোগও জানিয়েছেন তিনি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনে এ বিষয়ে মামলা করা হয়েছে।

সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কংগ্রেসের জলঘোলা চলছেই। এর আগে নারায়ণ দত্ত তিওয়ারির প্রাক্তন প্রেমিকা উজ্জ্বলা শর্মার পুত্র রোহিত শেখর মামলা করেছিলেন, তিওয়ারিই তাঁর বাবা। তিওয়ারি প্রথমে মানতে চাননি। ডিএনএ-পরীক্ষা, মামলা-মোকদ্দমার পরে গত মাসেই রোহিতকে নিজের পুত্র বলে স্বীকার করেছেন ৮৯ বছরের তিওয়ারি। কংগ্রেস নেতৃত্ব আশা করছিল, তিওয়ারির পর দিগ্বিজয়ও সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ায় গোটা বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তা হওয়ার নয়। একদিকে দিগ্বিজয়ের পরিবারে কলহ শুরু হয়েছে। অন্য দিকে আজ উজ্জ্বলা শর্মা লখনউতে তিওয়ারির বাড়ির সামনে ধর্নায় বসেছেন। উজ্জ্বলার অভিযোগ, তাঁকে তিওয়ারির সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি যে দেখা করতে চাইছেন, তা-ও তিওয়ারিকে জানানো হচ্ছে না। উজ্জ্বলার অনুযোগ, “উনি যদি জানতেন আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তা হলে বাইরে এসে আমাকে ভিতরে নিয়ে যেতেন।”

digbijoy singh amrita rai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy