Advertisement
E-Paper

সম্পর্কক্রান্তি শনিবার থেকে, উদ্বোধনে রেলমন্ত্রী

এ’বার দেশের রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেনসংযোগ শিলচরের। সব পরিকল্পনামাফিক এগোলে ২০ ফেব্রুয়ারি, শনিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু শিলচরে এসে দিল্লিগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের উদ্বোধন করবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩৫

এ’বার দেশের রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেনসংযোগ শিলচরের। সব পরিকল্পনামাফিক এগোলে ২০ ফেব্রুয়ারি, শনিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু শিলচরে এসে দিল্লিগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের উদ্বোধন করবেন।

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বিজ্ঞপ্তি, ব্রডগেজ, কলকাতার সঙ্গে রেল-যোগাযোগের পরে বিধানসভা নির্বাচনের আগে বরাকবাসীর মন জয়ে এটাই হতে চলেছে বিজেপির শেষ তুরুপের তাস।

আপাতত সপ্তাহে একদিনই শিলচর-দিল্লি সরাসরি সম্পর্কক্রান্তি স্পেশ্যাল চলবে। শুরুর দিনের ট্রেনে থাকবে একটি এসি ফার্স্ট ক্লাস, চারটি এসি-৩, চারটি স্লিপার কোচ, চারটি সাধারণ কামরা ও দু’টি এসএলআর-সহ মোট ১৪টি কামরা।

সপ্তাহে একটিমাত্র ট্রেন থাকায় সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই যাত্রীরা চিন্তায় পড়েছেন।

এ দিকে, বিজেপি নেতৃত্ব প্রভুর শিলচর সফরসূচি চূড়ান্ত বলে জানালেও স্থানীয় রেলকর্তারা জানিয়েছেন, তাঁদের কাছে এখনও মন্ত্রী আসার নিশ্চিত খবর নেই। অবশ্য মন্ত্রীই যে ট্রেনের উদ্বোধন করবেন তা নিশ্চিত বলে জানান তাঁরা। বরাক উপত্যকার প্রথম যাত্রিবাহী ব্রডগেজ ট্রেনটিও রেলমন্ত্রী প্রভুই উদ্বোধন করেছিলেন। তবে সে বার তিনি দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে আনুষ্ঠানিকভাবে ট্রেন চালু করেছিলেন। সম্পর্কক্রান্তির ক্ষেত্র প্রভু নিজে শিলচর এসে যাত্রা শুরুর সংকেত দেবেন না দিল্লি থেকে পতাকা নেড়ে বা বোতাম টিপে যাত্রা শুরু করবেন— তা নিশ্চিত নয়। রেলমন্ত্রক থেকে পাঠানো চিঠিতেও তেমন কোনও উল্লেখ নেই। ট্রেন চলার সময়সূচি বা কোন কোন স্টেশনে কতক্ষণ ট্রেন দাঁড়াবে— সেই তথ্যও হাতে আসেনি।

শিলচর স্টেশনে সুপার বিপ্লবকুমার দাস বলেন, ‘‘সম্পর্কক্রান্তি স্পেশাল চালানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি। পরিকাঠামোগত কোনও সমস্যা এখন আর হওয়ার কথা নয়।’’

বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই জানিয়েছেন, রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজেই শিলচর আসছেন। তাঁর চূড়ান্ত সফরসূচি আগামী কাল হাতে পেয়ে যাবেন বলে তিনি আশা করছেন। কৌশিকবাবু বলেন, ‘‘যতদূর জেনেছি, প্রভু রাতও কাটাবেন আমাদের শহরে। শুক্রবার দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিলচর আসছেন। ভিন্ন কাজে এলেও রেলমন্ত্রীর সফরের প্রস্তুতি তিনি খতিয়ে দেখবেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy