প্রকাশ্যে এল সলমন মামলার রায়। বুধবার রাতে হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বিচারপতি এ আর জোশির দেওয়া রায়ের কপিটি। সাড়ে তিনশো পাতার এই নথিতে ২০০২ সালে অনিচ্ছাকৃত হত্যা মামালা-য় সলমনের বিরুদ্ধে সরকারের তরফে খাড়া করা তথ্য-প্রমাণ দুর্বল বলে উল্লেখ করেছে হাইকোর্ট। এবং ওই তথ্য প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালতে সলমনকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া অবৈধ এবং যথাযথ নয় বলেও ভর্ৎসনা করা হয়েছে। ঘটনার রাতে আক্রান্তদের সাহায্য না করেই পালিয়ে যাওয়ার অভিযোগও ছিল সলমনের বিরুদ্ধে। সেটিও খারিজ করে দিয়েছেন বিচারপতি।