Advertisement
০২ জুন ২০২৪
USA

অভিনব উপায়ে ভারতীয় চিকিৎসককে সম্মান জানানো হল আমেরিকায়

‘‘কোভিড রোগীদের চিকিৎসায় নিঃস্বার্থ অবদানের জন্য অভিনব উপায়ে স্যালুট জানানো হচ্ছে ভারতীয় চিকিৎসককে।’’

সম্মান জানাতে ভারতীয় চিকিৎসকের বাড়ির সামনে গাড়ির সারি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সম্মান জানাতে ভারতীয় চিকিৎসকের বাড়ির সামনে গাড়ির সারি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা  
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৫:৪৫
Share: Save:

বিশ্ব জুড়ে করোনার কবল থেকে সাধারণ মানুষদের বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ইতালি, ব্রিটেন সহ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন উপায়ে তাঁদের প্রতি সম্মানজ্ঞাপন করছেন। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে আমেরিকায় কর্মরত এক ভারতীয় চিকিৎসককে সম্মান জানানো হচ্ছে।

ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৫ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘কোভিড রোগীদের চিকিৎসায় নিঃস্বার্থ অবদানের জন্য অভিনব উপায়ে স্যালুট জানানো হচ্ছে ভারতীয় চিকিৎসককে।’’

জানা গিয়েছে, আমেরিকায় থাকা ওই ভারতীয় চিকিৎসকের নাম উমা মধুসূদন। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর সামনে দিয়ে যাচ্ছে গাড়ির র‌্যালি। সেই গাড়িগুলি এসে দাঁড়াচ্ছে তাঁর সামনে। পোস্টার দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছেন তাঁকে। তিনিও হাত নেড়ে গ্রহণ করছেন সেই অভিবাদন। দেখুন সেই ভিডিয়ো—

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উমা মধুসূদন মহীশূরের জিএসএস মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি আমেরিকার সাউথ উইন্ডসর হাসপাতালে কর্মরত।

আরও পড়ুন: আইসোলেশনে ইমরান খান, লালারসের নমুনা পরীক্ষা হচ্ছে

আরও পড়ুন: নাকে আঙুল ভরে কুমিরের গ্রাস থেকে তিন বছরের ছেলেকে উদ্ধার মায়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Viral Video Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE