পরিকাঠামো ঠিক করার মুচলেকা দিয়েও আবার ডাহা ফেল করল রাজ্য স্বাস্থ্য দফতর। শুক্রবার ‘মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া’ (এমসিআই) রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্নাতক স্তরে মোট ২০০ আসনে ছাত্র ভর্তি বন্ধ রাখতে হবে। বছর পাঁচেক আগে ওই দুই মেডিক্যাল কলেজেই আসন-সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছিল। এমসিআই জানিয়েছে, অতিরিক্ত ১০০ জন করে ছাত্র ভর্তির জন্য যে পরিকাঠামো থাকা দরকার, তা মুচলেকা দেওয়ার পরেও ওই দুই মেডিক্যাল কলেজে তৈরি করতে পারেনি রাজ্য সরকার।
অক্টোবর মাসে ওই দুই হাসপাতাল পরিদর্শনে এসে পরিকাঠামোর বেশ কিছু ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এমসিআই-এর সদস্যেরা। কোনও সদুত্তর দিতে পারেননি হাসপাতাল-কর্তারা। পরিকাঠামোগত সব ত্রুটি দূর করে পয়লা ডিসেম্বরের মধ্যে এমসিআই-কে জানাতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, সময় মতো কোনও কাজই স্বাস্থ্য দফতর শেষ করতে পারেনি। তার পরেই ছাত্র ভর্তি আটকানোর নির্দেশ দিয়ে এ দিন চিঠি পাঠায় এমসিআই।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চিঠিতে দুই মেডিক্যাল কলেজের নাম উল্লেখ করে শুধু লেখা রয়েছে ‘দুই হাসপাতালে ১০০ করে আসন বাড়ানো হয়েছিল, কিন্তু ওই আসনগুলিতে ছাত্র ভর্তি বন্ধ রাখতে হবে।’ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি শেষ করে ১৫ জানুয়ারির মধ্যে এমসিআই-কে চিঠি দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তখন তাদের কাজ খতিয়ে দেখে যদি এমসিআই সন্তুষ্ট হয়, তা হলেই ফের ছাত্র ভর্তির অনুমোদন দেওয়া হতে পারে।