সিগারেট ছাড়বেন ছাড়বেন করেও ছাড়তে পারছেন না? ধূমপানের সময় অপরাধ বোধ হচ্ছে ঠিকই, কিন্তু তাও নিজেই নিজেকে অজুহাত দিয়ে চলেছেন। দেখে নিন তো এই ১০টার মধ্যে ঠিক কোনটা আপনার সিগারেট না ছা়ড়ার অজুহাত?
‘‘আমি তো রোজ সিগারেট খাই না, মাঝে মাঝে খাই।’’
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ১১:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
সিগারেট ছাড়বেন ছাড়বেন করেও ছাড়তে পারছেন না? ধূমপানের সময় অপরাধ বোধ হচ্ছে ঠিকই, কিন্তু তাও নিজেই নিজেকে অজুহাত দিয়ে চলেছেন। দেখে নিন তো এই ১০টার মধ্যে ঠিক কোনটা আপনার সিগারেট না ছা়ড়ার অজুহাত?
আরও পড়ুন: আজ অ্যান্টি টোবাকো ডে, সিগারেট ছাড়তে খান এই ৮ খাবার