ব্রেকআপের পর এই সাধারণ ভুলগুলো আমরা হামেশাই করে ফেলি। জেনে নিন সেগুলো কী কী। এই ভুলগুলো না করলে সম্পর্কগুলো আরও সহজ হতে পারে।
১) ব্রেকআপের পর সোশাল মিডিয়ায় প্রাক্তনের সম্পর্কে বিভিন্ন পোস্ট দিয়ে তাঁকে সম্পর্কে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা করেন অনেকেই।
২) অনেকে প্রতিশোধ নেওয়ার তাগিদে সম্পর্ক ভাঙার পর পরই অন্য কারও সঙ্গে ডেটিং শুরু করেন।
৩) প্রাক্তনের পছন্দের আউটিং কোথায় তা আপনি ভালই জানেন। হঠাত্ সেখানে হাজির হয়ে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ওপর গোয়েন্দাগিরি করবেন না।
৪) মনোযোগ পাওয়ার জন্য প্রাক্তনের বাড়ির লোকের সঙ্গে গায়ে পড়ে যোগাযোগ রাখবেন না।
৫) সহজ ভাবে ব্রেকআপ মেনে নিন। কোনও কারণ দেখিয়ে প্রাক্তন সঙ্গীকে ব্ল্যাকমেল করবেন না।