Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lifestyle News

বর্ষায় পোষ্যকে ত্বকের সমস্যা থেকে দূরে রাখার ৫ ঘরোয়া উপায়

ইয়োগার্টে থাকা প্রোবায়োটিক পোষ্যের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। যার ফলে পোষ্য ত্বকের ইস্ট ইনফেকশন রুখতে পারে। ছোট কুকুর হলে সপ্তাহে এক দিন এক চা চামচ ও ব়ড় কুকুর হলে সপ্তাহে দু’চা চামচ দই খাওয়ান।

অ্যাপল সিডার ভিনিগার ও জল মিশিয়ে স্প্রে করুন পোষ্যের শরীরে।

অ্যাপল সিডার ভিনিগার ও জল মিশিয়ে স্প্রে করুন পোষ্যের শরীরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ১৮:০১
Share: Save:

বর্ষায় ঠান্ডা লাগা, ইনফেকশন, ত্বকে অ্যালার্জির সমস্যা লেগেই থাকে। যে সমস্যাগুলোতে আমরা ভুগি বাড়ির পোষ্য সদস্যটিও কিন্তু সেই সমস্যাগুলো ভোগ করে। ইনফেকশন, চুলকুনি ওদের আরও বেশি সহ্য করতে হয়। জেনে নিন পোষ্যকে কী ভাবে ইনফেকশন থেকে দূরে রাখবেন।

দই

ইয়োগার্টে থাকা প্রোবায়োটিক পোষ্যের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। যার ফলে পোষ্য ত্বকের ইস্ট ইনফেকশন রুখতে পারে। ছোট কুকুর হলে সপ্তাহে এক দিন এক চা চামচ ও ব়ড় কুকুর হলে সপ্তাহে দু’চা চামচ দই খাওয়ান।

অ্যাপল সিডার ভিনিগার

আনপ্যাসচুরাইজড অ্যাপল সিডার ভিনিগার পোষ্যের ত্বকের অ্যাসিডিক ধরন বজায় রাখতে সাহায্য করে। প্যাথোজেন, ব্যাকটেরিয়া মেরে চুলকুনি কমায়। একটা স্প্রে বোতলে সম পরিমাণ অ্যাপল সিডার ভিনিগার ও জল মিশিয়ে স্প্রে করুন পোষ্যের শরীরে।

নারকেল তেল

নারকেল তেলের মধ্যে থাকা ফ্যাট পোষ্যের ত্বক ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। লোমের স্বাস্থ্যও ভাল রাখে। নারকেল তেল খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। পোষ্যের খাবারে এক চা চামচ থেকে এক টেবল চামচ পর্যন্ত নারকেল তেল মেশাতে পারেন। অথবা এক কাপ নারকেল তেলে ২-৩ ফোঁটা অরিগ্যানো অয়েল মিশিয়ে মালিশও করতে পারেন।

ওটমিল

চুলকুনি কমিয়ে ত্বক ঠান্ডা করতে সাহায্য করে ওটমিল। হালকা গরম জলে এক কাপ ওটমিল পাউডার মিশিয়ে পোষ্যকে ১৫-২০ মিনিট বসিয়ে রেখে স্নান করাতে পারেন।

আরও পড়ুন: বর্ষার আলস্য কাটাতে এই খাবারগুলো কম খান

নিম

ন্যাচারাল এই অ্যান্টিসেপটিক ত্বকের ইনফেকশন ও চুলকুনি থেকে আরাম দিতে পারে। দু’কাপ জলে এক মুঠো নিমপাতা ফুটিয়ে নিন। ছেঁকে ঠান্ডা করে নিন। স্প্রে বোতলে ভরে রাখুন। সময় সময় অন্তর পোষ্যের গায়ে স্প্রে করে দিন।

অন্য বিষয়গুলি:

Monsoon Care Tips Pet Infection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE