
পুজো আসছে। প্রতি বছরই পুজোয় নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড করলেও শাড়ির জনপ্রিয়তা কমে না কখনই। আর পুজোর দিনগুলোয় ট্র্যাডিশনাল ভারতীয় হ্যান্ডলুম শাড়ির পাশে অন্য সব কিছুই যেন ম্লান দেখায়। এই সময় একটু দাম দিয়ে ভাল সিল্কের শাড়ি অনেকেই কেনেন। খরচ যখন করছেনই, তখন শাড়ির গুণমানের দিকে অবশ্যই নজর দিন। সিল্কের দাম বেশি হওয়ার কারণে বাজারে ভরে থাকে সিল্কের মতো দেখতে সস্তার বিভিন্ন মানের শাড়ি। জেনে নিন কী ভাবে শাড়ি দেখে যাচাই করবেন সিল্ক আসল কি না।