তরুণদের জন্য বিনামূল্যে কন্ডোম বিলি। ছবি: সংগৃহীত।
ভ্যালেন্টাইন’স ডে-র আগে নিরাপদ যৌনতার প্রচারের উদ্দেশ্যে তাইল্যান্ড সরকার নিল এক অভিনব উদ্যোগ। নাবালিকাদের সন্তানধারণ রুখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে যৌনরোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে বিনামূল্যে ন’কোটি কন্ডোম বিলির কথা ঘোষণা করে। ১ ফেব্রুয়ারি থেকেই তরুণদের মধ্যে কন্ডোম বিলির প্রক্রিয়া শুরু করেছে তাইল্যান্ড সরকার।
এই বিষয় তাইল্যান্ড সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘তরুণদের জন্য চারটি আকারের কন্ডোম বিলি করা হচ্ছে। দেশের সব হাসপাতাল, ওষুধের দোকান এবং প্রাইমারি কেয়ার ইউনিট থেকে তরুণরা কন্ডোমগুলি সংগ্রহ করতে পারবেন। যাঁদের ইউনিভার্সাল হেল্থ কেয়ার কার্ড রয়েছে। তাঁরা ১ বছরে প্রতি সপ্তাহে ১০ টি করে কন্ডোম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।’’
হঠাৎ কেন তাইল্যান্ড সরকার এই সিদ্ধান্ত নিল?
তাইল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দফতরের (এনএসএইচও) তরফে জানানো হয়েছে, অবাঞ্ছিত গর্ভধারণ ও সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সার্ভাইকাল ক্যানসার, এইচআইভি, এডসের মতো যৌনবাহিত রোগের সংক্রমণ রোধ করার জন্য বিনামূল্যে কন্ডোম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনএসএইচও-এর সেক্রেটরি জেনারেল বলেন থম্মতাচারী বলেন, ‘‘তরুণদের মধ্যে লুব্রিকেটিং জেল -সহ বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হবে। যাঁরা বিনামূল্যে কন্ডোম সংগ্রহ করতে চান তাঁদের ‘পাওট্যাঙ্গ’ মোবাইল অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে তাঁদের নিজ নিজ এলাকায় কোন নির্দিষ্ট কেন্দ্র থেকে তাঁরা কন্ডোম সংগ্রহ করবেন, সেটাও জানাতে হবে।’’
রিপোর্ট অনুযায়ী, তাইল্যান্ডে গত কয়েক বছরে যৌনবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, ১৫ থেকে ১৯ ও ২০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে সিফিলিস এবং গনোরিয়ার মতো যৌনরোগে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy