টাক নিয়ে আমাদের নাক সিঁটকোনর শেষ নেই। টাক নিয়ে হীনমন্যতায় ভোগার দিন শেষ। বরং টাকের যত্ন নিত। টাকই হবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট।
১। যদি আধ খাপচা ভাবে টাক পড়ে তবে ইলেকট্রিক ক্লিপারের সাহায্যে অবাঞ্ছিত চুলে উড়িয়ে দিন। পুরো মাথায় টাকের সঙ্গে লম্বা জুলপি রাখতে পারেন। নিজে না পারলে পার্লারে গিয়ে পছন্দ মতো টাক বানিয়ে নিন।
২। শেভ করে যদি টাক বানান তাহলে কিছু কিছু রোম কূপের উপস্থিতির কারণে মাথার ত্বকে রুক্ষ ভাব আসতে পারে। তাই নরম, মোলায়েম টাকের জন্য গরম জলের স্টিম খুব উপকারী।
৩। শেভ করেই টাক বানান, বা স্বাভাবিক ভাবেই টাক পড়ুক উজ্জ্বল টাকের জন্য কিন্তু পরিচ্ছন্নতা জরুরি। তাই টাকে নিয়মিত শ্যাম্পু করুন। কন্ডিশনার লাগাতেও ভুলবেন না। শেভ করা মাথায় অবশিষ্ট রোমকূপের জন্য কন্ডিশনার জরুরি।
৪। টাক রুক্ষ হয়ে খড়ি উঠলে কিন্তু ফ্যাশনটাই মাটি। তাই অবশ্যই প্রতিদিন হালকা ময়শ্চারাইজার লাগাবেন টাকে। রোদে বেরনোর সময় হাল্কা সানস্ক্রিন লাগান। মাথায় চুল থাকলে রোদে স্কাল্পের বিশেষ ক্ষতি হয় না। কিন্তু টাকে সরাসরি সূর্যরশ্মির প্রভাবে ক্ষতি হয়।
৫। টাক কিন্তু খুব সংবেনশীল। চুল ছাড়া মাথা মুখের ত্বকের মতোই সংবেদশীল। তাই হেড মাসাজ নেওয়া জরুরি। এতে রিল্যাক্সড লাগবে। টাকও ভাল থাকবে।