Advertisement
E-Paper

সমুদ্রতটে শাড়ি বেমানান! ভ্রান্ত ধারণা বদলে দিলেন অভিনেত্রী মাহিরা খান

‘মিনিম্যাল’ মেকআপ নিয়ে এখন হইচই সর্বত্র। তবে মাহিরা বরাবরই ছিমছাম সাজে বিশ্বাসী। নিজের দ্বিতীয় বিয়েতেও তেমন সাজেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

Mahira Khan

পাক-অভিনেত্রী মাহিরা খান। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৮
Share
Save

বিয়ের পর যুগলে প্রথম বার ঘুরতে যাবেন। দু’জনেরই সমুদ্র ভাল লাগে। অনেক ভেবেচিন্তে ঠিক হয়েছে, কয়েকটা দিন নির্জন সমুদ্রসৈকত ‘গোপালপুর অন সি’তেই কাটিয়ে আসা হবে। তার জন্য পুরোদস্তুর পরিকল্পনা করা হয়েছে। কোথায় থাকবেন, কী খাবেন, সবই ঠিক করা আছে।

কিন্তু কী পরবেন? গন্তব্য যখন সমুদ্রতট, তখন শাড়ি নেওয়ার কোনও মানেই হয় না। এমন হাওয়া দেবে যে, শাড়ি সামলানো যাবে না। শাড়ি পরে নায়িকাসুলভ সমুদ্রস্নান পর্দায় দেখতে ভাল লাগলেও বাস্তবে তা ভেস্তে যাবে। তবে সমুদ্র মানেই বিকিনি বা মনোকিনি, এমন ধারণা বদলে দিলেন পাক অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সমুদ্রতটে শিফন শাড়ি পরে নারী-পুরুষ সকলের মনেই দোলা লাগিয়েছেন মাহিরা।

সোনালি বালিতট, নীলচে-সবুজ জলরাশির সঙ্গে রংমিলান্তি করার জন্য মাহিরা বেছে নিয়েছিলেন সর্ষের তেলের মতো হলুদরঙা ‘লহেরিয়া’ শিফন। গোটা শাড়িতে রয়েছে লাল-সবুজের স্ট্রাইপ্‌স। সঙ্গে মরচে-ধরা লাল রঙের মানানসই ব্লাউজ়। ব্লাউজ়ের গলা এবং পিঠের নকশা ‘ভি-কাট’। সঙ্গে একেবারে স্বল্প গয়না। কানে সোনালি রঙের হুপ ইয়ারিং। হাতে কয়েক গাছা সবুজ রঙের চুড়ি।

অভিনেত্রী মাহিরা খান।

অভিনেত্রী মাহিরা খান। ছবি: ইনস্টাগ্রাম।

চোখের পাতায় মাস্কারার আলগা পরশ, হালকা গোলাপি রঙের ব্লাশ এবং ঠোঁটে পিচরঙা গ্লস— এই ছিল ‘রইস’-এর অভিনেত্রী মাহিরার সাজ-সঙ্গী। ‘মিনিম্যাল’ মেকআপ নিয়ে এখন হইচই সর্বত্র। তবে মাহিরা বরাবরই ছিমছাম সাজে বিশ্বাসী। নিজের দ্বিতীয় বিয়েতেও তেমন সাজেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

Mahira Khan Chiffon Saree Sea Beach

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}