Advertisement
E-Paper

সিল্ক বড্ড প্রিয়, দুর্গাপুজোয় পরব বলে এ বছর কাশ্মীর থেকে শাড়ি কিনে এনেছি: দর্শনা

ব্যস্ততা বেড়েছে, তবে দুর্গাপুজো নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি অভিনেত্রী দর্শনা বণিকের। বিয়ের পর এটা দ্বিতীয় দুর্গাপুজো দর্শনার। হাজার কাজে ব্যস্ত হলেও পুজোর কেনাকাটায় কিন্তু কোনও ফাঁকফোকর রাখেননি তিনি। এ বারের পুজোয় কী কী কিনলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭
দর্শনা বণিক।

দর্শনা বণিক। ছবি: ইনস্টাগ্রাম।

সম্প্রতি পরিচালক অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো...’য় অভিনেত্রী দর্শনা বণিকের অভিনয় নজর কেড়েছে দর্শকের। টলিপাড়ার কাজ সামলে এখন মাঝেমধ্যেই মুম্বইয়ে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী। কাজের সঙ্গে ব্যস্ততাও বেড়েছে। তবে দুর্গাপুজো নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি তাঁর। বিয়ের পর এটা দ্বিতীয় দুর্গাপুজো দর্শনার। হাজার কাজে ব্যস্ত হলেও পুজোর কেনাকাটায় কিন্তু কোনও ফাঁকফোকর রাখেননি তিনি।

বিধাননগরের মেয়ে দর্শনা। এক সময় পুজোর আগে সময় পেলেই তিনি এসপ্ল্যানেড আর হাতিবাগানে ছুটতেন। দর্শনা বলেন, ‘‘পুজোর আগে এই সব জায়গা থেকে বাজার না করলে পুজোটাই কেমন যেন অসম্পূর্ণ লাগত। শাড়ি থেকে গয়নাগাটি, ঘর সাজানোর টুকিটাকি জিনিস থেকে প্রিয়জনের জন্য উপহার বাজার ঘুরে নিজের হাতে কিনতেই পছন্দ করতাম। তবে এখন কাজের চাপে আর সেই সুযোগ হয়ে ওঠে না। তাই অনলাইনে কেনাকাটাই একমাত্র ভরসা।’’

এ বারের দুর্গাপুজোর দর্শনার কেনাকাটায় কী কী চমক থাকছে? দর্শনা বলেন, ‘‘পুজো মানেই আমার কাছে শাড়ি পরার সুবর্ণ সুযোগ। পুজোর ক’দিন তাই আমায় শাড়িতেই বেশি দেখা যায়। এ বছরও সেটাই হবে। ষষ্ঠী থেকে দশমী, রোজই শা়ড়ি পরার প্ল্যান রয়েছে আপাতত।’’ নিজের জন্য ইতিমধ্যেই পুজোর কেনাকাটা শেষ করে ফেলেছেন দর্শনা। এ বারের পুজোয় কোন কোন শাড়িতে দেখা যাবে অভিনেত্রীকে? দর্শনা বলেন, ‘‘আমি বরাবরই সিল্ক শাড়ির ভক্ত। এ বারে পুজোতেও সিল্কই বেশি কিনেছি। কয়েক মাস আগে যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম, তখন সেখান থেকে একটা কানি সিল্ক নিয়ে এসেছিলাম পুজোয় পরার জন্য। তখনও জানতাম না, এ বারের পুজোয় কানি শাড়ি বেশ ট্রেন্ডিং। এ ছাড়া নিজের জন্য চান্দেরি সিল্ক, খাড্ডি আর মুর্শিদাবাদি সিল্ক কিনেছি। এ বছর একটা বেনারসিও কিনেছি পুজোয় পরব বলে। সিল্ক বাদে ঢাকাই জামদানিও আমার পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। এ বার দু’টো জামদানি কিনে ফেলেছি।’’

পুজোয় স্বামী সৌরভকে নতুন লুকে দেখতে চান দর্শনা।

পুজোয় স্বামী সৌরভকে নতুন লুকে দেখতে চান দর্শনা। ছবি: সংগৃহীত।

পুজো মানেই তো প্রিয়জনকে উপহার দেওয়া-নেওয়ার পর্ব চলে। এ বছর স্বামী সৌরভ দাসের জন্য কী বিশেষ কিনলেন দর্শনা? মুচকি হেসে অভিনেত্রী বলেন, ‘‘এখনও কিছু কেনা হয়ে ওঠেনি সৌরভের জন্য। তবে কী কিনব ঠিক করে ফেলেছি আগেই। এ বছর ওকে একটা সানগ্লাসের ফ্রেম গিফ্‌ট করব। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও চশমা ও বদলাতে চায় না। একই রকম ফ্রেম পরে সব সময়। এ বছর ওকে একটা নতুন লুকে দেখতে চাই।’’

কোনও ছবির প্রচার হোক কিংবা কোনও পার্টি, বিভিন্ন সময় রং মিলিয়ে পোশাক পরতে দেখা যায় তারকাযুগলকে। এ বারের পুজোতেও কি সেই রকম পরিকল্পনা রয়েছে দর্শনার? অভিনেত্রী বলেন, ‘‘আমি সৌরভের সঙ্গে রংমিলান্তি করতে ভীষণ পছন্দ করি। এ বারেও অষ্টমী আর নবমীর দিন রংমিলান্তি করার প্ল্যান রয়েছে। সৌরভের পুজোর জামাকাপড় আমিই কিনি, আমার শাড়ির সঙ্গে রং মিলিয়ে ওর জন্য পাঞ্জাবিটা কিনে ফেলতে হবে তাড়াতাড়ি। হাতে তো আর বেশি সময় নেই!’’

Durga Puja 2025 Durga Puja Special Puja Special 2025 Sourav Das Darshana Banik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy