Advertisement
E-Paper

‘নগ্নতা’ নিষিদ্ধ! কান উৎসবের লাল গালিচায় হাঁটতে গেলে আর কী নির্দেশ মানতে হবে তারকাদের?

বিশ্বের অন্যতম কঠোর লাল গালিচার অবস্থান কান চলচ্চিত্র উৎসবে। ১৩ মে থেকে শুরু হচ্ছে উৎসব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ২০:৪২
As current edition of Cannes film festival banned nudity on red carpet check the essential etiquette

কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচা তৈরি হচ্ছে। ছবি: রয়টার্স।

শুরুর আগেই বিতর্কে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব! ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার রাতে শুরু হচ্ছে উৎসব। কিন্তু তার আগে উৎসব কর্তৃপক্ষ লাল গালিচায় ‘নগ্নতা’ নিষিদ্ধ ঘোষণা করেছেন, যা বিশ্বব্যাপী চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলে দিয়েছে।

২৪টি সিঁড়ি এবং ৬০ মিটার দীর্ঘ লাল গালিচায় হাঁটার জন্য মুখিয়ে থাকেন চলচ্চিত্র জগতের তারকারা। সেই গালিচাই এ বারে বিতর্কের কেন্দ্রে। কান উৎসব কর্তৃপক্ষ এ বারের উৎসবের জন্য অতিথিদের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে উৎসবে ‘নগ্ন’ পোশাকে প্রবেশ করা যাবে না। পাশাপাশি, লাল গালিচায় কোনও দীর্ঘ ফ্রিল যুক্ত পোশাক পরেও হাঁটা যাবে না। উৎসব কর্তাদের দাবি, এই ধরনের পোশাক পরলে তা কর্তব্যরত কর্মীদের ভিড় সামলাতে বাধা সৃষ্টি করে! পাশাপাশি লুমিয়ের গ্র্যান্ড থিয়েটারে প্রবেশের জন্যও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুরো বিষয়টির নেপথ্যে সাফাই হিসেবে উৎসবের ‘প্রাতিষ্ঠানিকতা’ এবং ‘ফরাসি আইন’কে উল্লেখ করেছেন কর্তারা।

অতীতে কানে বেলা হাদিদ, এলে ফ্যানিং, কেন্ডল জেনারের মতো তারকাদের পোশাকে ‘নগ্নতা’র আভাস লক্ষ করা গিয়েছে। তা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। ২০২২ সালে উৎসবের লাল গালিচায় একজন মহিলা ইউক্রেনের সমর্থনে পোশাক খুলে নগ্ন হন, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। চলতি বছরেই গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানের লাল গালিচায় সাহসী পোশাকে হাঁটেন সঙ্গীতশিল্পী কাইনে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। শিট ড্রেসে আলোকচিত্রীদের সামনে বিয়াঙ্কার নগ্নতাই প্রকাশ্যে আসে। তার পর থেকেই বিশ্বজুড়ে ‘রেড কার্পেট ন্যুডিটি’ চর্চায় রয়েছে।

বিশ্বের অন্যতম কঠোর লাল গালিচার অবস্থান কান চলচ্চিত্র উৎসবে। অতীতেও উৎসবের সুষ্ঠু পরিচালনার জন্য নানা নিয়ম জারি করেছেন কর্তৃপক্ষ। যেমন ২০১৫ সালে কানে লাল গালিচায় তারকাদের সঙ্গে নিজস্বী তোলার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এর আগে অভিনেত্রী জুলিয়া রবার্টস এবং ক্রিস্টিন স্টিউয়ার্ট খালি পায়ে কানের লাল গালিচায় হেঁটে শোরগোল ফেলে দিয়েছিলেন।

As current edition of Cannes film festival banned nudity on red carpet check the essential etiquette

২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: রয়টার্স।

উৎসব কর্তাদের নির্দেশিকা ছড়িয়ে পড়ার পর অনেকেই ‘নগ্নতা’র সংজ্ঞা জানতে চেয়েছেন। সমাজমাধ্যমে কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেও অনেকে কটাক্ষ করেছেন। কারও মতে, উৎসবের নিয়ম তৈরিই হয় ভাঙার জন্য। তাই শেষ পর্যন্ত লাল গালিচায় কী কী চমক অপেক্ষা করছে, তার উত্তর পাওয়া যাবে যথাসময়েই।

মজার বিষয়, কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব সিনেমার প্রথম সারির তারকাদের আগমন ঘটে। উৎসবের লাল গালিচায় হাঁটার জন্য অতিথিদের পোশাক অনেক আগেই তৈরি করে ফেলেন পোশাকশিল্পীরা। তাই শেষ মুহূর্তে অনেকেই এই ধরনের ঘোষণায় ফাঁপরে পড়বেন বলে অনুমান করা হচ্ছে।

কানের লাল গালিচায় বিধিনিষেধ:

১) উৎসবের লাল গালিচায় তারকারা নিজস্বী তুলতে পারবেন না।

২) প্রেক্ষাগৃহের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

৩) কানের লাল গালিচায় স্মার্ট ক্যাজ়ুয়াল নিষিদ্ধ। পুরুষদের ক্ষেত্রে টাক্সেডো ফ্যাশন বাধ্যতামূলক। অর্থাৎ পরনে থাকবে কালো বা গা়ঢ় নীল রঙের সাটিনের ল্যাপেল যুক্ত কোট, সাদা শার্ট, কালো ট্রাউজ়ার্স। গলায় থাকবে বো টাই।

৪) মহিলারা তাঁদের ইচ্ছামতো পোশাক পরতে পারেন। কিন্তু চলতি বছরে সেখানে ‘নগ্নতা’ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, অতিথিদের দীর্ঘ ফ্রিল যুক্ত কোনো পোশাক পরতে নিষেধ করা হয়েছে।

৫) লাল গালিচায় পোশাকের সঙ্গে মানানসই জুতো পরতে হবে। তবে খালি পায়ে হাঁটা নিষেধ!

৬) পোশাকের সঙ্গে আনুষঙ্গিক ফ্যাশনের (অ্যাকসেসরি) ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তবে সঙ্গে কোনও টোট ব্যাগ বা বড় ব্যাগ নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ নিষেধ।

উল্লেখ্য, প্রত্যেক বছর ভারত থেকেও একাধিক তারকাকে কানের লাল গালিচায় হাঁটতে দেখা যায়। চলতি বছরে, উৎসবের লাল গালিচায় হাটবেন ঐশ্বর্যা রাই বচ্চন, আলিয়া ভট্ট, শর্মিলা ঠাকুর, কর্ণ জোহর, জাহ্ণবী কপূর, সিমি গাঢ়েওয়াল প্রমুখ।

Cannes Film Festival Red Carpet Cannes Film Festival 2025 Rules Celebrity Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy