তাঁর প্রতিটি পদক্ষেপ ফ্যাশন দুনিয়ায় চর্চিত। চলতি বছরেই ‘মেট গালায়’ হেঁটে অনুরাগী সহ সারা বিশ্বের ফ্যাশন সচেতন মানুষকে চমকে দিয়েছিলেন শাহরুখ খান। সম্প্রতি ৭১তম জাতীয় পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাহরুখ। তার পর অনুহরাগীদের কৃতজ্ঞতা জানাতে খুবই সাধারণ ভাবে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন শাহরুখ।
আরও পড়ুন:
সেই ভিডিয়োয় অভিনেতার মাথা ঢাকা ছিল ছাইরঙা স্কাল্প ক্যাপে। পরনে ছিল কালো ট্রাউজ়ার এবং টি-শার্ট। ডান হাত চোটের কারণে স্লিংয়ে মোড়া ছিল। কিন্তু অভিনেতার বাঁ হাতে একটি ঘড়ি আলাদা করে নজর কেড়েছে অনুরাগীদের। ঘড়ির প্রতি শাহরুখের ভালবাসা অনুরাগীদের অজানা নয়। সময়ের সঙ্গে বিশ্বের অন্যতম দামি ঘড়ি কোম্পানির নির্বাচিত কালেকশন ‘জওয়ান’ ছবির তারকার সংগ্রহে রয়েছে। তার মধ্যে ‘রিচার্ড মিল’ বা ‘অডেমার্স পিগে’ অন্যতম। এই ভিডিয়োয় শাহরুখ সুইৎজ়ারল্যান্ডের রোলেক্স কোম্পানির তৈরি একটি ঘড়ি পরেছিলেন। ঘড়িটির দামও নেহাত কম নয়।
ঘড়িটির বিশেষত্ব
শাহরুখের হাতের ঘড়িটি রোলেক্সের ‘ল্যান্ড ডুয়েলার ৪০’ মডেলের। অর্থাৎ ঘড়িটির ডায়ালের ব্যাস ৪০ মিলিমিটার। সাদা রংয়ের ডায়ালের চারপাশে রুপোলি রংয়ের কাজ করা। খুবই সাধারণ দেখতে। তবে কোম্পানির দাবি, ঘড়িটি ১ সেকেন্ডের ১০ ভাগ পর্যন্ত নির্ভুল ভাবে ভাবে মাপতে সক্ষম।
ভিডিয়োয় শাহরুখের হাতে রোলেক্স ‘ল্যান্ড ডুয়েলার ৪০’ ঘড়ি। ছবি: সংগৃহীত।
কত দাম
হোয়াইট গোল্ড এবং রোজ় গোল্ড সহ আরও কয়েকটি রঙের ‘ল্যান্ড ডুয়েলার’ পাওয়া যায়। ৪০ মিলিমিটার ছাড়াও ৩৬ মিলিমিটার ব্যাস যুক্ত মডেলও রয়েছে। তবে শাহরুখ যে মডেলের ঘড়িটি পরেছিলেন, ভারতীয় বাজারে সেই ঘড়িটির দাম প্রায় ১৪ লক্ষ টাকা। কিন্তু বিলাসবহুল সামগ্রীর দাম দেশ ভেদে পরিবর্তিত হতে পারে। আন্তর্জাতিক বাজারে ঘড়িটির মূল্য তাই ৪৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু শাহরুখের মতো অভিনেতার কাছে, এই মূল্য নেহাতই ‘বাজেট ফ্রেন্ডলি’!