ফেসিয়াল করার আগে অনেকের ‘ব্লিচ’ করেন। মুখের রোম না তুলে রাসায়নিকের ব্যবহারে তার রং সোনালি করে দেওয়া বা বিবর্ণ করে দেওয়ার পন্থাই ব্লিচ। এতে মুখ অনেক বেশি পরিচ্ছন্ন, উজ্জ্বল দেখায়।
ইদানীং অবশ্য ‘ব্লিচ’ করাটা কিছুটা পুরনো ফ্যাশন হয়ে গিয়েছে। তবে কেউ কেউ সেই পুরনো পন্থা এখনও মেনে চলেন। সমস্যা হলে ব্লিচে ব্যবহৃত রাসায়নিকের প্রভাবে কারও কারও ত্বকে জ্বালা দেয়।
আরও পড়ুন:
এই সমস্যার সমাধান বললেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব। শুধু এ দেশ নয়, বিশ্বের একাধিক দেশের তাঁর পরিচিত। জাভেদ মাঝে মধ্যে চুল ভাল রাখার কৌশল বাতলান। এবার অবশ্য তিনি ত্বকের কথা বলেছেন। জাভেদ বলছেন, ব্লিচ করার পর মুখে বরফ ঘষলে আরাম লাগবে। জ্বালা ভাব কমবে। আর একটি উপায় হল মুখে ঠান্ডা দুধ মাখা।
বরফ ত্বকের জন্য ভাল। ফোলা ভাব কমাতে এটি সাহায্য করে। একাধিক বলিউড তারকায় ত্বকের যত্নে বরফশীতল জল ব্যবহার করেন। দুধও বহু যুগ ধরেই ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। ত্বকে থাকা প্রোটিন, ভিটামিন এবং খনিজ ত্বকের জন্য উপকারী। কালচে ভাব দূর করতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে ঠান্ডা দুধ ব্যবহার করতে বলছেন তিনি ত্বকের জ্বালাভাব কমাতে।