মাঝেমধ্যেই হরেক রকম বিচিত্র পোশাক পরে মঞ্চে হাঁটতে দেখা যায় মডেলদের। কিন্তু তাই বলে চকোলেটের তৈরি পোশাক? শুনতে অবাক লাগলেও সম্পূর্ণ চকোলেটের তৈরি পোশাক নিয়েই দুবাইতে অনুষ্ঠিত হল একটি ফ্যাশন শো।
শুনতে অবাক লাগলেও, সত্যি। সম্পূর্ণ চকোলেটের তৈরি পোশাক নিয়েই দুবাইতে অনুষ্ঠিত হল একটি ফ্যাশন শো।
এমন পোশাক পরলে খিদে বেড়ে যাবে না তো?
ছবি: সংগৃহীত
মাঝেমধ্যেই হরেক রকম বিচিত্র পোশাক পরে মঞ্চে হাঁটতে দেখা যায় মডেলদের। কিন্তু তাই বলে চকোলেটের তৈরি পোশাক? শুনতে অবাক লাগলেও সম্পূর্ণ চকোলেটের তৈরি পোশাক নিয়েই দুবাইতে অনুষ্ঠিত হল একটি ফ্যাশন শো।
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই মলে চলছে তিন দিন ব্যাপী চকোলেট মেলা। নাম ‘সালন দু চকোলাট এট ডি লা পাতাসিয়েরে’। চকোলেট ও কেক নিয়ে বিশেষ কুশলতা রয়েছে, পৃথিবীর প্রথম সারির এমন ৩০ জন রন্ধনশিল্পী হাজির হয়েছেন এই উৎসবে। চলছে প্রায় ৫০ রকমের প্রদর্শনী। সারা পৃথিবী থেকে চকোলেটপ্রেমী মানুষ ও খাদ্য বিশারদরাও হাজির হয়েছেন এই বিরল অনুষ্ঠানে।
এই মেলাতেই বিভিন্ন রকমের চকোলেট দিয়ে তৈরি পোশাক পরে মঞ্চে হাঁটলেন মডেলরা। চকোলেট দিয়ে তৈরি শিল্প কর্মগুলির পিছনে রয়েছেন ফরাসি-তিউনিশিয়ান শিল্পী ইদ্রিস বি। ১৯৯৪ সালে প্যারিস শহরে এই ধরনের সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় বলে খবর। পশ্চিম এশিয়ায় এর আগে কেবল বেইরুটেই এই ধরনের মেলা আয়োজিত হয়েছে।