সারা বছরের প্যান্ট-শার্ট থেকে দিন চারেকের বিরতি। টি-শার্ট, শার্ট, প্যান্ট, ট্রাউজ়ার্স থেকে আরামের নিরিখে কোনও অংশে কম নয়। তাই এ বার পুজোর কেনাকাটার মধ্যে মুখ্য এবং সবচেয়ে আকর্ষণীয় চরিত্রে থাকুক ধুতি ও পাঞ্জাবি বা কুর্তা। দুর্গাপুজো ছাড়া এমন সুযোগ আর কোথায় মিলবে! ভিড়ের মধ্যে গরমে কষ্ট হওয়ার কথা ভাবছেন কি? দুর্গাপুজোর আবহাওয়ার কথা মাথায় রেখেই নতুন নতুন ধুতি ও পাঞ্জাবি এসেছে এ বার শহরে। তেমনই কয়েকটি সম্ভার তুলে দেওয়া হল এখানে। পুজোর চার দিনের জন্য বেছে নিন, বা উপহার দিন আত্মীয়স্বজনকে।