Advertisement
E-Paper

মেট গালায় শাহরুখ! কিন্তু ‘বাংলার বাঘ’ কোথায়? সব্যসাচীর সাজে ‘বাদশা’কে চিনলেনই না অনেকে

মেট গালা তো নয়ই, বিদেশের মাটিতে ফ্যাশনের জন্য যে সমস্ত রেড কার্পেটের কদর বেশি, তার কোনওটিতেই এর আগে হাঁটেননি শাহরুখ। মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয় তিনি হাঁটলেন নিউ ইয়র্ক সিটির মেট গালা ২০২৫-এর লাল গালচেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১১:১৭
মেট গালায় শাহরুখ খানের সাজ নিয়ে প্রশ্ন ভক্তদের মধ্যেই!

মেট গালায় শাহরুখ খানের সাজ নিয়ে প্রশ্ন ভক্তদের মধ্যেই! ছবি : সংগৃহীত।

মনে হয়েছিল তিনি দারুণ চমক দেবেন! চমক লাগলও। তবে একটু অন্য ভাবে। মেট গালায় শাহরুখ খানকে চিনতেই পারল না বিদেশি সংবাদমাধ্যম। আর যাঁরা চিনলেন অবাক হলেন তাঁরাও।

নিউ ইয়র্ক সিটির ফ্যাশনের ‘তীর্থক্ষেত্র’ মেট গালায় শাহরুখ যখন লাল গালচেয় পা রাখলেন, তখন দর্শক এবং ভক্তদের অনেকেই একটা জিনিস খুঁজছিলেন। ‘ম্যাজিক’! যে শাহরুখ-ম্যাজিক বলিউডের পর্দায় তিনি এলেই বোঝা যায়, বা ভক্তদের সামনে তিনি মঞ্চে এসে দাঁড়ালে যে ম্যাজিক ভক্তদের হৃৎপিণ্ডে তিরতির করে বইতে শুরু করে। অথচ বিদেশের মাটিতে মেট গালার রেড কার্পেটে নাকি সেই ম্যাজিকের কণামাত্র বোঝা যায়নি। অন্তত তেমনই দাবি শাহরুখের অনুরাগীদের একটা বড় অংশের।

শাহরুখ পরেছিলেন একটি কালো রঙের গোড়ালি ছোঁয়া ওভারকোট! বুকের বোতাম খোলা কালো শার্ট, কালো ট্রাউজ়ার্স এবং গলাভর্তি গয়না। মণিবন্ধে রত্নখচিত ঘড়ি। হাতের ১০ আঙুলে আটটি আংটি। আর হাতে হিরে-চুনি-পান্না বসানো বাঘ-মুখের ছড়ি। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় তৈরি করেছিলেন শাহরুখের ওই ‘মেট গালা লুক’। ভক্তদের কারও কারও মনে হয়েছে ছড়ি, ওভারকোট, চোখে সানগ্লাস, ব্যাকব্রাশ করা চুল আর বোতামখোলা শার্টে শাহরুখকে দেখতে লাগছিল জাদুকর ম্যানড্রেকের মতো। কিন্তু সমালোচকদের কেউ কেউ এ-ও বলছেন, মেট গালার আগে ‘কিং খান বেঙ্গল টাইগার’ লিখে ইনস্টাগ্রামে যে টিজ়ার দিয়েছিলেন সব্যসাচী, তা দেখে শাহরুখের সাজ নিয়ে উচ্চাশা তৈরি হয়েছিল। অথচ মেট গালায় শাহরুখকে দেখে সেই আশ মেটেনি।

মেট গালায় শাহরুখ খান।

মেট গালায় শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

এই প্রথম এই ধরনের রেড কার্পেটে হাঁটলেন শাহরুখ। দেশে বহু পুরস্কারের অনুষ্ঠানে রেড কার্পেটের আয়োজন হয়। তাতে সুবেশে হাজিরও হন বলিউডের তারকারা। কিন্তু তার সঙ্গে মেট গালার আকাশপাতাল তফাত। বিদেশের মাটিতে ফ্যাশনের জন্য যে সমস্ত রেড কার্পেটের কদর রয়েছে, তার শীর্ষস্থানে রয়েছে মেট গালা। শাহরুখ অবশ্য তেমন রেড কার্পেটের কোনওটিতেই এর আগে হাঁটেননি। মেট গালাতে তো নয়ই।

মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটের কিছু পরে নিউ ইয়র্ক সিটির মেট গালা ২০২৫-এর লাল গালচেয় দেখা গেল শাহরুখকে। তবে সেখানে এক ‘অদ্ভুত’ ঘটনা ঘটল। শাহরুখকে দেখে চিনতেই পারল না কয়েকটি বিদেশি সংবাদমাধ্যম। দেখা গেল বলিউডের ‘সুপারস্টার’ নিজেই এগিয়ে এসে নিজের পরিচয় দিচ্ছেন। পরে সঞ্চালক শাহরুখকে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে শাহরুখ বলেন, ‘‘আসলে এটা আমার প্রথম রেড কার্পেট। তবে আমি এখানে শিশুর মতোই নতুন। সব্যসাচী মনে করেছিল, আমার এখানে আসা উচিত। তাই আমি এসেছি।’’

শাহরুখ খানের পোশাকের নকশা করা বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ও সেজেছিলেন মেট গালার ভাবনায়।

শাহরুখ খানের পোশাকের নকশা করা বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ও সেজেছিলেন মেট গালার ভাবনায়। ছবি: ইনস্টাগ্রাম।

আর শাহরুখের পোশাক নিয়ে সব্যসাচী কী বলছেন? ভক্তদের একাংশ যতই শাহরুখের ম্যাজিক নিয়ে প্রশ্ন তুলুন, বাঙালি পোশাকশিল্পী বুঝিয়ে দিয়েছেন, তিনি শাহরুখের সেই ম্যাজিকেই আস্থা রেখেছেন। তিনি ভেবেচিন্তেই শাহরুখের জন্য চমক দেওয়া কোনও পোশাক বানাননি। কারণ, তাঁর মতে, ‘‘শাহরুখ হলেন বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টারদের এক জন। তাঁর ক্যারিশমাই আলাদা। আমি চেয়েছিলাম, মেট গালার যে মূল ভাবনা, সেই কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব বা ব্ল্যাক ড্যান্ডিকে শাহরুখের মতো সুপারস্টারের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে পেশ করতে। সেটাই করেছি। শাহরুখকে ধ্রুপদী এবং পুরুষদের ম্যাক্সিমালিস্ট ফ্যাশনে সাজিয়েছি মাত্র। তার কারণ শাহরুখের এর বেশি কিছু লাগে না। তিনি এক জন ম্যাজিশিয়ান। এক জন বিগ্রহ। ব্যস, এর পরে আর কোনও কথা চলে না।’’

Met Gala 2025 Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy