ত্বক ঝলমলে পরিষ্কার থাকে বিশেষ যত্নে। আর ত্বকের যত্ন নেওয়ার নানা উপকরণ ছড়িয়ে রয়েছে প্রকৃতিতেই। রোজ যে খাবার খাচ্ছেন, যা আপনার চারপাশে ছড়িয়ে আছে তা দিয়েই ত্বকের পরিচর্যা করা যায় এবং সম্ভব হলে কিছু বাড়তি যত্নও নেওয়া যায়। তেমনই এক উপকরণ হল টম্যাটো।
টম্যাটো ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তবে টম্যাটো দিয়ে একটি বিশেষ ফেস মাস্ক সপ্তাহে দু’দিন করে ব্যবহার করলে এক সপ্তাহেই মুখের নিস্প্রভ ভাব কেটে ঝকঝকে উজ্জ্বল হবে ত্বক। হালকা হবে মুখের দাগছোপও।
কী ভাবে বানাবেন?
উপকরণ: এর জন্য দরকার হবে একটি পাকা টম্যাটো, ১ টেবিল চামচ ভাল মধু এবং ২ টেবিল চামচ দই।
প্রণালী: একটি বাটিতে সবক’টি উপকরণ দিয়ে হাতে করে ভাল ভাবে চটকে নিন। বা মিক্সারের জারে দিয়ে বেটে নিন।
কী ভাবে ব্যবহার করেন?
মুখে ওই মিশ্রণটি লাগিয়ে ৫ মিনিট আঙুল দিয়ে মাসাজ করুন। তার পরে আরও এক পরত প্যাক লাগিয়ে রেখে রেখে দিন ১৫ মিনিট। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ত্বক। হালকা হাতে তোয়ালে থুপে থুপে মুছে সামান্য নারকেল তেল বা ময়েশ্চারাইজ়ার মেখে নিন।