ব্যস্ত জীবনে ঘুমের অভাব, মানসিক চাপ, বিশ্রামের ঘাটতির উদাহরণ এখন ঘরে ঘরে। আর তার প্রভাব পড়ছে শরীরে। বাদ পড়ছে না ত্বকও। ফলে চোখে সারা ক্ষণ ক্লান্তির ছাপ, তলায় কালি, ফোলা ভাব। চোখের নীচের ত্বক মুখমণ্ডলের বাকি অংশের তুলনায় খানিক পাতলা হয়। তেলের গ্রন্থিও সেখানে কম থাকে এবং সে জায়গাটি শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা তুলনায় বেশি। এই কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়লে, সর্বাগ্রে চোখেই স্পষ্ট হয়ে ওঠে। সূক্ষ্ম বলিরেখা থেকে শুরু করে শরীরে জলের অভাব, চোখের কোলই যেন এ সবের প্রথম ইঙ্গিত দেয়।
চোখের তলার ত্বকের বাড়তি যত্ন নিতে কিছু ঘরোয়া উপায় রয়েছে। যেমন কফি জমিয়ে সেই বরফ টুকরো দিয়ে চোখের নীচে মালিশ করা। ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলেও চোখের ফোলা ভাব, লালচে ভাব এবং ক্লান্তির ছাপ দূর হবে। চোখের নীচে বলিরেখা মেলানোর জন্য নিয়মিত ব্যবহার করতে পারেন নারকেল তেল। আঙুলে কয়েক ফোঁটা নারকেল তেল লাগিয়ে চোখের চারপাশে ভাল করে মাসাজ করুন ঘুমের আগে। তা হলে অনেকটাই উপকার পাবেন।
এ ছাড়া বাড়িতেই তৈরি করে নিতে পারেন চোখের নীচে লাগানোর জন্য একটি বিশেষ ‘আন্ডার আই ক্রিম’। নিয়মিত ব্যবহার করলে বহু দিন পর্যন্ত চোখ থাকবে ঝকঝকে, নবীন। জেনে নিন, কী করে বানাবেন।
উপকরণ:
৩ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
৩টি ভিটামিন ই ক্যাপসুল
কী ভাবে বানাবেন?
অ্যালো ভেরার মধ্যে ভিটামিন ই ক্যাপসুলে থাকা তরল বার করে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি একটি কাচের শিশিতে ভরে রেখে দিন। রোজ রাতে শোয়ার আগে সেই মিশ্রণ দু’আঙুলে নিয়ে চোখের তলায় বেশ কিছু ক্ষণ মালিশ করুন। পরের দিন সকালে ভাল করে মুখ ধুয়ে নিন। তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন, দূর হবে চোখের তলার কালচে ছোপ, বলিরেখা।