চুলের যত্নের জন্য কন্ডিশনার ব্যবহারের কোনও জুড়ি নেই। কন্ডিশনার ব্যবহার না করলে চুলে সহজেই জট পড়ে যায়, চুলের ডগা নষ্ট হয়, চুল একেবারে রুক্ষ দেখায়। শ্যাম্পু করার পরেই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হয়, তবেই ভাল থাকে চুল— এমনই বিশ্বাস করেন বেশির ভাগ মানুষ।
কিন্তু এই চেনা ছককে বদলে দিচ্ছে সম্প্রতি ফ্যাশন জগতের আর একটি চল। অনেক রূপবিশেষজ্ঞ মনে করছেন, শ্যাম্পু করার পরে নয়, কন্ডিশনার ব্যবহার করা উচিত শ্যাম্পু করার আগেই! এই পদ্ধতিকে বলা হয় ‘রিভার্স ওয়াশিং’। আর এই পদ্ধতিতে তিন দিন পর্যন্ত চুল ঘন দেখাবে।
যাঁদের চুল পাতলা ও তৈলাক্ত, তাঁদের শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করে তেমন লাভ হয় না। কারণ কন্ডিশনার ব্যবহারের ফলে চুল সে ক্ষেত্রে চেপে বসে যায়। কিন্তু উল্টোটা করে চুলের জেল্লাও ফেরে, সঙ্গে ঢেউ খেলানো ভাবও আসে। চুল দেখতেও বেশ ঘন লাগে।