মনের যে কোনও ভাব, সংলাপ ভেসে ওঠে চোখে। তাই চোখের সাজ সব সময়েই গুরুত্ব পায়। এখন অবশ্য শুধু কালো নয়, চোখের সাজেও রঙের ছোঁয়া লেগেছে। স্মোকি, গ্রাফিক ডিজ়াইন, ক্যাট আই— রূপটানের নানা পদ্ধতি জনপ্রিয় হয়েছে। এখন রঙিন কাজল ও আইলাইনারের বেশ চল। সাদা বা নীল কাজলে চোখ আঁকছেন তারকারাও। যদি সাদা কাজল বা সাদা রঙের আইলাইনার পরতেই হয়, তা হলে কেমন ভাবে রূপটান করবেন জেনে নিন
চোখের সাজের ধরন
চোখে প্রাইমার দিয়ে শুরু করুন মেকআপ। ব্রাশে অল্প ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে আলতো করে উপরের ল্যাশ লাইন বরাবর টানুন। চোখের মাঝখান থেকে শেষ পর্যন্ত টানতে হবে। এতে চোখের আকার লম্বাটে দেখাবে। প্রথম ধাপটি কেবল চোখের আকৃতি তৈরি করে। এ বার আগের বাদামি রেখা অনুসরণ করে কাজল টানুন চোখের শেষ প্রান্ত অবধি। পরের ধাপে উইঙ্গড আই তৈরি করতে পেনসিলটি দিয়ে বাইরের কোণ উপরের দিকে ও ভিতরের কোণটি নীচের দিকে টেনে দিন।
আরও পড়ুন:
কাজল মানেই আর কালো নয়। তাই মেকআপ প্যালেট ভরে উঠুক নীল, সবুজ, গেরুয়া নানা রঙে। চোখের ভিতরের নীচের কোণ থেকে সবুজ আই পেনসিলের টান শুরু হয়ে উপরের অর্ধেক অংশে গিয়ে চোখের পাতার সঙ্গে মিশিয়ে দিন। মাস্কারা দিয়ে সাজান চোখের পাতা।
রঙিন আইলাইনার পরলে তার সঙ্গে উজ্জ্বল রঙের আইশ্যাডোও লাগাতে পারেন। সে ক্ষেত্রে একদম বিপরীত টোনের মাস্কারা পরতে হবে। যেমন আকাশি রঙের আইশ্যাডো হলে গাঢ় নীল মাসকারা থাকবে চোখের পলকে। আইলাইনার না লাগিয়ে শুধু শ্যাডো আর মাস্কারাতেই চোখের সাজ সম্পূর্ণ করতে পারেন। তবে আপনার পুরো মেকআপের সঙ্গে মাস্কারার রং মানানসই হচ্ছে কি না, আগে তা যাচাই করে নিন।
যদি চোখের উপরে ঘন নীল বা রঙিন আইলাইনার পরতে না চান, তা হলে নীচের পাতা বরাবর রঙিন আইলাইনারের টান দিন। চোখের কোণা সামান্য উইং করে দিলে অন্যরকম দেখাবে। চোখে উজ্জ্বল রং থাকলে হালকা রঙের লিপস্টিক বাছুন। চোখ ও ঠোঁটের শেড যেন পোশাকের রঙের সঙ্গে মানানসই হয়।