বন্ধ গলা চুরিদার বা শেরওয়ানি নয়, কেমন ভাবে সাজছেন তারকারা? ছবি: সংগৃহীত।
ছেলেদের সাজ মানে শার্ট বা টি-শার্ট আর জিন্স কিংবা বড়জোর নতুন পাঞ্জাবি-পাজামা— এই ধারণা এখন বাতিল। শপিং মল আর দোকানগুলিতে ঢুকলেই বোঝা যায়, ছেলেদের ফ্যাশনেও এখন প্রচুর বিকল্প। কালীপুজোর রাত বা দীপাবলিতে সনাতনী সাজ মানেই একঘেয়ে পাঞ্জাবি নয়। বিকল্প আর কী কী হতে পারে, তার ধারণা পেতে পারেন তারকাদের সাজ দেখে।
বিজয়ের চিনোজ়
চাইলে সাবেকি পোশাকের সঙ্গেও দিব্যি পরা যায় চিনোস। বিজয় বর্মা যেমন প্রিন্টেড শার্টের সঙ্গে সাদা রঙের চিনোজ় পরেছেন। এখন অনেকেই শেরওয়ানি পরতে পছন্দ করেন। পাশাপাশি বাজারে কুর্তা আর নেহরু জ্যাকেটও চলছে। তার সঙ্গেও চিনোজ় মানানসই। চাইলে একই রঙের কুর্তা ও চিনোজ়ও পরতে পারেন। দীপাবলির রাতে ঘিয়ে রঙের শেরওয়ানির সঙ্গে পরতে পারেন একই রঙের চিনোজ়।
শাহিদের লেয়ার জ্যাকেট
একটু জমকালো সাজের জন্য পাঞ্জাবির উপর পরতে পারেন লং জ্যাকেটও। ঠিক যেমন শাহিদ কপূর পরেছেন। শুধু প্যাস্টেল শেডের দিকে না গিয়ে বেগনি, ওয়াইন, পেস্তা সবুজ বা অ্যাকোয়া নীলের মতো রং পরে দেখুন। একরঙা পাঞ্জাবির পাশাপাশি তসরের উপর মধুবনি কাজ করা পাঞ্জাবিও পরতে পারেন, আর তার উপরে লম্বা জ্যাকেট পরে নিন। লুক বদলে যাবে।
সিদ্ধান্তের স্টেটমেন্ট ব্লেজ়ার
যাঁরা পোশাক নিয়ে পরীক্ষা করতে ভয় পান না, তাঁরা পরে দেখতে পারেন সাদাকালো চেক কিংবা লম্বা দাগের স্লিমফিট ট্রাউজার। আর তার উপর সিদ্ধান্ত চতুর্বেদীর মতো চাপিয়ে নিন স্টেটমেন্ট ব্লেজ়ার। ক্যানভাস কাপড়ের প্যান্টও এখন ভাল চলছে। এগুলিতে চট করে ভাঁজও পড়ে না। লম্বা শার্টের সঙ্গে এমন প্যান্ট আর তার সঙ্গে ব্লেজ়ারও পরতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy