বর্ষায় আনারস খাচ্ছেন নিশ্চয়ই। এই ফল ওজন কমানোর জন্য যেমন উপকারী তেমনই ত্বকের জন্যও উপকারী। খাওয়ার পাশাপাশি যদি কয়েকটি আনারসের টুকরো মুখে মখার জন্য সরিয়ে রাখেন এবং তা দিয়ে ফেস মাস্ক তৈরি করে মুখে লাগান তবে আপনার ত্বক উপকৃত হবে।
রূপচর্চা শিল্পীরা বলছেন আনারস ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি, ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতেও সাহায্য করে। কারণ আনারসে থাকা এনজ়াইম ত্বককে এক্সফলিয়েট করতে অর্থাৎ মৃতকোষ মুক্ত করতে সাহায্য করে এ ছাড়া যাঁদের ব্রণের সমস্যা রয়েছে তাঁদের জন্যও এই মাস্ক উপকারী।
কী ভাবে বানাবেন আনারসের ফেস মাস্ক:
১। আনারস মধু এবং দইয়ের মাস্ক
৪ চা চামচ আনারসের শাঁসের সঙ্গে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ দই মিশিয়ে ভাল ভাবে ব্লেন্ড করুন। চোখের চারপাশের কিছুটা অংশ এড়িয়ে মিশ্রণটি মুখে, ঘাড়ে, গলায় লাগান। ১০-২০ মিনিটের জন্য রেখে দিন। ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। মুখ মুছে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।
২। আনারস এবং বেসনের মাস্ক
৪ চা চামচ আনারসের শাঁসের সঙ্গে ২ চা চামচ বেসন মিশিয়ে নিয়ে মুখে লাগান। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। তার পরে ময়েশ্চারাইজ় করে নিন।
৩। আনারস এবং পেঁপের মাস্ক
সমপরিমাণে আনারস এবং পেঁপের শাঁস এক সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে নিয়ে মুখে লাগান। মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।